প্রতিপক্ষের সাথে সংলাপের পথকে কখনো বন্ধ করবেন না। কারন বিশ্বাস নিয়ে মোকাবিলা করলে পৃথিবীর কোনো প্রতিপক্ষই অজেয় নয়।
> আপনার পরিচিত বলয়ের ঈর্ষাকারী ও পরচর্চাকারীদের সাথে মানসিক সম্পর্ক ছেদ করুন। তাহলেই তারা আর আপনার প্রশান্তি নষ্টের কারন হবে না।
> কাম শৃঙ্খলিত করে। আর প্রেম শৃঙ্খলমুক্ত করে।
> সংশয় হলো বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থান। বিশ্বাস থেকে বিচু্যতির প্রথম ধাপই হলো সংশয়।
> যে সম্পর্কে ছেদ করা যায় না, সে সম্পর্কের মাঝে দেয়াল রচনা করবেন না। সেখানে মমতার বন্ধন তৈরি করুন।
> নতুন বন্ধুত্ব করুন। কিন্তু পুরানো বন্ধুত্বকেও গুরুত্ব দিন।
> মুক্ত বিশ্বাস থেকেই শুরু হয় মানবিকতার উত্থানপর্ব। মুক্তবিশ্বাস প্রতিটি কাজে চিত্তকে করে একাত্ম। আর কাজের সাথে একাত্ম হতে পারলেই প্রতিটি কাজ হয়ে উঠে আনন্দের উৎস।
> রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে।
> সামাজিক মুখোশ নয়, অন্তর্গত শক্তিই হচ্ছে ব্যাক্তিত্ব।
> অন্যকে সে-ই প্রভাবিত করতে পারে, যে অন্যের দ্্বারা প্রভাবিত হয় না।
> নিজের পরিবর্তন না এনে আমরা অন্যের পরিবর্তন দেখতে চাই। তাই আমাদের সত্যিকার পরিবর্তন আসে না।
> মানুষ যখন অবৈজ্ঞানিক ও প্রকৃতি-বিরুদ্ধ জীবন-যাপন করেছে তখনই তার দু:খ ও দুর্ভোগ এসেছে।
> ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেই। এর উৎস হচ্ছে অতীত আর নির্মম শিকার হচ্ছে বর্তমান ও ভবিষ্যত।
> আহাম্মক বিশ্রাম খোঁজে। বুদ্ধিমান খোঁজে শুধু কাজ।
> সত্যিকার যোদ্ধা সে-ই, যে জানে কখন অস্ত্র সংবরন করতে হয়।
> নেতৃত্ব অনুসরন করুন। তাহলে আপনিও নেতা হতে পারবেন।
> সংখ্যা বৃদ্ধি নয়। শক্তি হলো বিশ্বাস ও সঙ্ঘবদ্ধতা। পৃথিবীকে সবসময় নেতৃত্ব দিয়েছে লক্ষ্য সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী সঙ্গবদ্ধ মুষ্টিমেয় কিছু মানুষ।
...(এবারের মত এখানেই শেষ)...
কৃতজ্ঞতায়: [link|http://www.quanfey.org/|
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



