যুদ্ধাপরাধী মামলার রায় হয়েছে। সেই রায় বাস্তবায়ন হয়নি এখনও। অনেকেই সন্দেহ পোষণ করছেন যে এই বিচারের রায় কোন দিনও বাস্তবায়ন হবে না। এ সকল জল্পনা-কল্পনা আর সন্দেহ দুর করে রায়কে বাস্তবায়ন করতে চাইলে বাংলাদেশের জন্য মাত্র দুটি পথ খোলা আছে ...............
১। এমন একজন ব্যাক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসানো (প্রেসিডেন্সিয়াল রাস্ট্র পরিচালনা পদ্ধতি) অথবা এমন কোন দলকে ক্ষমতায় বসানো যে/যারা যে কোন মূল্যে এই রায়কে বাস্তবায়ন করতে বিন্দু পরিমাণ পিছপা হবে না এবং দুনিয়ার কোন শক্তিই এদের কর্মকান্ডকে রোধ করতে পারবে না। যিনি বা যে দলটি হবে সমগ্র বিশ্বের কাছে সর্বজন গৃহীত, যোগ্য ও সৎ নাগরিক দিয়ে পরিচালিত, ধর্ম-বর্ণ-গোত্র-দেশ-ভাষা-জাতি কোন গন্ডিতেই যারা বিভক্ত নয়, উদার নৈতিক ও চলমান বিশ্বের স্রোতধারার বিপরীতে যারা চলতে সক্ষম হবে। আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গীতে একমাত্র "জাকের পার্টি" ই এই ধারার একমাত্র দল। অথবা......
২। আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো। যদিও এ দলটির বিরুদ্ধে রয়েছে রাস্ট্র পরিচালনায় ব্যর্থতার অনেক অভিযোগ- তথাপিও যেহেতু এদের উপস্থিতিতে রায় হয়েছে, এরাই পারবে রায়কে নির্ভয়ে বাস্তবায়ন করতে।
আওয়ামী লীগসহ প্রচলিত সকল রাজনৈতিক / অরাজনৈতিক দল সমূহের উপর থেকে যদি আপনার আস্থা ও বিশ্বাস নস্ট হয়ে গিয়ে থাকে তাহলে দেশ পরিচালনা, যুদ্ধাপরাধী বিচারের রায়কে বাস্তবায়ন ও সর্বজন গৃহীত একটি রাস্ট্র পরিচালনা ব্যবস্থার জন্য আপনি কাকে বা কোন দলকে বেছে নিবেন?
এটা শুধূই মাত্র কোন ব্লগ পোষ্টের জরিপে অংশ গ্রহণের জন্য নয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে আবশ্যম্ভাব্য পরিনতির দিকে লক্ষ রেখে আপনার মতামত এখইন প্রস্তুত করে রাখুন।
অগ্রীম ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





