আচ্ছা, আহত বাঘ নাকি ভয়ংকর হয়?
মুরগী ব্যবসায়ী বলেন, পারলে একবার T-20 খেলতে আয়? বুঝবি কেডা ভয়ংকর? মুরগী না বাঘ? যত্তসব কীটপতঙ্গ খাওয়া বাঘের দল ।
ওকে।
মুরগীর পাল নিয়ে মুরগী ব্যবসায়ীর স্টেডিয়ামমুখী অভিযান শুরু। অত:পর একপাল আঘাতপ্রাপ্ত বাঘের চোখরাঙ্গানীতে বিষ্ঠা ত্যাগ করতে করতে মুরগীসমেত ব্যবসায়ীর আশ্রয় কোন এক খোয়াড়ে।
ঘটনা কি?
মুরগী ব্যবসায়ীর অভিযোগ, খেলায় নাকি নিয়মভঙ্গ হয়েছে।
কেন?
মুরগীদের নাকি স্লেজিং করা নৈতিক দায়িত্ব। তাই তারা ব্যাট করতে নেমেও স্লেজিং শুরু করে দিলো।
এ ঘটনায় বাঘেরা ক্ষেপে গিয়ে তিন বোলার একসাথে বোলিং এ জন্য দৌড় শুরু করলো।
তো হয়েছে কি? ব্যাট আছে না ?
এবার মুরগী ব্যবসায়ীর অভিযোগ, মুরগীরা নাকি ভুলে ব্যাট ছাড়াই ওপেনিং করতে নেমেছিলো।
ষ্টেডিয়ামে বসা দর্শক কি বলে?
খেলায় সরকারী হেলমেট পরা আম্পায়াররা নাকি বাঘের সমর্থক ছিলো। তাই বোলিং এন্ড থেকে দৌড়ে আম্পায়ারের পাশ কাটানোর সময় নাকি LBW-র আপিলের জন্য আম্পায়ার তাদের উস্কানি দিয়েছিলো। কিন্তু মুরগী ব্যবসায়ী তার চালান হারানোর ভয়ে আম্পায়ারের বিরুদ্ধে রিভিউ চাইতে পারেনি।
আম্পায়ার কি বলে?
আম্পায়ার বলে, বোলার তো বল করার জন্য দৌড়ায়নি। বোলাররা দৌড়ে আমাদের কাছে আসছিলো অভিযোগ করতে যে, মুরগীরা ব্যাট ছাড়াই ওপেনিং শুরু করে দিয়েছে। আর এরা বল করবে কিভাবে, বলতো তখনও আমাদের হাতে।
ধারাভাষ্যকার কি বলে?
- আরে, কমেন্ট্রি বক্সে লোকজন বেশি হওয়ার আমরা তর্কে লিপ্ত ছিলাম।
একজন বলে, অর্ধেক বাংলায় তুমি অর্ধেক ইন্ডায়ায় ..
অপরজন বলে, অর্ধেক দেখলা তুমি অর্ধেক বাকী ..
আরেকজন বলে, অর্ধেক খেলা তুমি পুরাটাই নাটক।..
ক্যামেরাম্যান কি বলে?
ক্যামেরাম্যান বলে, আমরা তো তখনও চিয়ার্স লিডারদের ভিডিও করছিলাম। ক্যামেরা মাঠের দিকে তাক করে দেখলাম, মুরগীরা দৌড়াচ্ছে। ICC-র নিষেধ থাকায় সে দৃশ্য ভিডিও করিনি।
ICC কি বলে?
গণসমাবেশকে যায়, কিন্তু গণবিস্ফোরণকে দমানো যায় না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




