সেদিন নামাজ পড়ে মসজিদ থেকে হয়ে বাইকে বসছি এমন সময়--এক মধ্য বয়সী ফকির পা টেনে ধরে ভিক্ষা চাইলো !
তাৱে কইলাম - তুমিতো জামাত শিবিৱেৱ লোক! তুমি ভিক্ষা চাইবাৱ অভিনয় কৱে সৱকাৱকে বিব্রত কৱছো এবং প্রমান কৱছো যে,দেশে এখনও মানুষ ভিক্ষা কৱে খায়! ফকিৱ ফ্যালফ্যাল কৱে তাকিয়ে বললো বিশ্বাস করেন স্যাৱ, আমি জামাত শিবিৱেৱ লোক না! পেটেৱ দায়ে ভিক্ষা করি!
তাৱে কইলাম ,ক্যান, বিটিভি দেখনা? দেশে তো এখন ফকির নাই, আৱ যাৱা গরীবদেৱ দেখতে নাকি জাদুঘৱে যেতে হবে,তয় ভিক্ষা চাও ক্যা? তুমিতো নির্ঘাত সরকাৱকে বেকায়দায় ফেলবাৱ জন্য ভিক্ষুকেৱ অভিনয় করছো!? দাড়াও তুমাৱ একটা ছবি তুলি বিটিভিতে দিমু!
ফকির লাফ দিয়ে দাড়িয়ে কইলো:-
ষাড়- মাফ করে দেন, আমি আৱ ভিক্ষা করুম না,কাম করে খামু তয় ছবি তুলে টিবিতে দিয়েন না!
মাফ কৱে দিলাম বলে যখন বাইক স্টার্ট দিলাম তখন ফকিৱটি আমাকে ১টি বেনসন সিগাৱেট হাতে দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বললো- ষাড়, আমাৱ ছবিটা টিবিতে আৱ সৱকাৱকে দেখায়েন না! দুইটা বউ ছাড়া আমাৱ কেউ নাই! হাসি আটকিয়ে বললাম- একটু আগুন হবে? বিড়ি ধৱাবো!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



