![]()
একাত্তরে মহান মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ওরফে কসাই কাদেরের দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।
কসাই কাদেরের বিরুদ্ধে ৬ টি অভিযোগ আনা হয়েছিল।
১ নং অভিযোগঃ- (০৫ এপ্রিল/৭১)
মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লবকে গুলি করে হত্যা,
২ নং অভিযোগঃ- (২৭ মার্চ/৭১)
কবি মেহেরুন্নেসার বাসায় ঢুকে তিনজনকে হত্যা,
৩ নং অভিযোগঃ-(২৯ মার্চ/৭১)
সাংবাদিক খন্দকার আবু তালেবকে জবাই, কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা ওসমান গণি ও গোলাম মোস্তফাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যাসহ শতাধিক ব্যক্তিকে হত্যা,
৪ নং অভিযোগঃ-(২৫ নভেম্বর/৭১)
মিরপুর আলোকদি গ্রামের ৩৪৪ জন নারী-পুরুষকে হত্যা,
৫ নং অভিযোগঃ- (২৪ এপ্রিল/৭১)
মিরপুরে হযরত আলী, তাঁর স্ত্রী, ছেলেমেয়েকে হত্যা এবং
৬ নং অভিযোগঃ-(২৬ মার্চ/৭১)
১১ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ আনা হয়।
(কাদের কসাই বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হয়েছে। তিনটিতে ১৫ বছর জেল ২টিতে যাবজ্জীবন কারাদন্ড। ২নং অভিযোগ প্রমাণিত হয়নি।)
কসাই কাদেরের মামলার রায় ও প্রতিক্রিয়াঃ- (০৫ ফেব্রুয়ারী/১৩ খ্রিঃ
*[http://www.somewhereinblog.net/blog/tuhin_sarker/29761642|আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মানবতাবিরোধী যদ্ধাপরাধীর বিরুদ্ধে দ্বিতীয় রায় আজ- ০৫ ফেব্রু/১৩ খ্রিঃ]
* হতাশা ব্যঞ্জক রায়!
* মানবতাবিরোধী যুদ্ধাপরাধীর বিরুদ্ধে সোচ্চার হতে শাহবাগ মোড়ে যোগ দিন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ওই রায় ঘোষণা হবে। প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আপিলের চূড়ান্ত শুনানি শেষে রায় দেবেন।
বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন সুরেন্দ্র কুমার সিনহা, মোঃ আবদুল ওয়াহহাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন এবং এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের প্রথম রায় হবে এটি।
গত ৫ ফেব্রুয়ারি/১৩ খ্রিঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে(কসাই কাদের) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এরায়ের প্রতিক্রিয়ার সারাদেশ বিক্ষোভে ফেটে পড়ে। সেই বিক্ষোভ থেকে সৃষ্টি হয় শাহবাগ প্রজন্ম চত্বর “গণজাগরণ মঞ্চ”। শাহবাগ প্রজন্ম চত্বকে সমর্থন জানিয়ে সারাদেশে গণজাগরণ মঞ্চ তৈরী হয়। গণজাগরণ মঞ্চের দাবীর প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ ০৩ মার্চ/১৩ খ্রিঃ কাদের মোল্লার (কসাই কাদের) সর্বোচ্চ সাজা চেয়ে ৩ মার্চ/১৩ খ্রিঃ আপিল করে। যাবজ্জীবন সাজার বিরুদ্ধে অব্যাহতি চেয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা। গত ১ এপ্রিল/১৩ খ্রিঃ থেকে আপিলের শুনানি শুরু হয়।
তথ্য সূত্রঃ-
* কাদের মোল্লার আপিলের রায় কাল- দৈনিক প্রথম আলো।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




