কিছু একটা লিখতে হবে।
কিসের উপর লিখবো? recent কি মুভি দেখলাম তার উপর? না। আমাকে লোকে পিটাইবে। যেসব ছবি মানুষ বহু আগে দেখসে আমি এখন এসে দেখে ফুটাইলে পাবলিক হাসবে। আবার দুনিয়ার সব মুভি ই তো দেখি, চরম ফাউল না হইলে আবার আমার ভালো ও লাগে। শেষে আমি বলবো ভালো পরে দেখা যাবে ঘাটিয়া, তখন?
কি দেই?
ছড়া কবিতা কিসু দিবো? ধূর !! কিছু তো লিখতেই পারি না! দিব কি?
কি দেই? কি দেই?
কম্পিউটার এ যা পারি দিব? না। শেষে দেখব সবাই পচা ডিম মারবে। "এই পাবলিক এত দিনে আমাদেরে on-off শিখাইতে আসছে?"...হবে না হবে না...
সাম্প্রতিক কন ঘটনা নিয়ে জালাময়ী কিসু দিব? কিন্তু কোন ঘটনায় তো আমি তেমন উত্তপ্ত ও হয়ে উঠি না যে লিখব।
ছোটবেলার কাহিনী দিব? ছিঃ কি বলি! যেই বেকুব ছিলাম!
আর কি লিখা যায়?
কি যে হইলো! ক্লাস এ তো লোক হাসাইতে কোন কষ্ট হয় না, এখানে hang হয়ে আছি কেন?
আ আ...উ উ ... কিসু তো মাথায় আসে না..
সবাই কত কি লিখে, পড়তে কত মজা লাগে, আমার মাথায় কি কিছহুই নাই? নাই ভাল কথা, তবুও আগডুম বাগডুম কিছু ত লিখলেও পারি।
আরি!!!
না পাইরা পাইরাও দেখি কিছু লিখা হয়ে গেসে!!!
এইটাই দিয়া দেই।
তবে কেউ যেন না পড়ে!!
heading এ লেইখা দেই 'কিছু পড়ার নাই'! খেক খেক !
অবশেষে...
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



