
স্রষ্টার প্রথম সৃষ্ট মানব আদমের তরে
তোমাকে বানাইলেন প্রভু সংগিনী করে
স্বীয় সকল দুঃখে সুখে দুজন দুজনার
একজনের দুঃখ যেন অন্য জনার
যত শত ধ্বংস যজ্ঞ যত ত্রাহি ত্রাস
তোমার মায়ার ছলে তোমার অভিলাষ
তুমিইতো দেখিয়েছ পৃথিবীর মুখ
তুমিইতো আনিয়াছ স্বর্ণালী সুখ
তুমিই দিনের সূর্য মিষ্টি মাখা রোদ
তুমিই রাতের তারা হৃদয়ের বোধ
তুমিই পুরুষের প্রেম মায়ার বাধন
তুমিই অবারিত সুখ মনের সাধন
তুমি আপনাকে দিয়ে সুখি করো মোরে
তুমি রজনীকে রাখো আন্ধার করে
তোমার বন্ধনে ধন্য স্বামী আর স্ত্রী
তোমার স্পর্শে কাতর পুরো পৃথিবী
তোমাকে চাওয়ার মাঝে জান্নাতের সুর
তোমাকে পাওয়ার মাঝে জান্নাতের হুর
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



