
কালের ডাক! শুনিতে কি পাও?
তার অঝোর বজ্রধ্বনি ক্ষনিক উধাও
অশুভ ফোঁটার মিলনে শুভ বারতা হতে
অসীম শূন্যে পালতোলা নৌকায়
মেঘের অমৃত শোভা দেখ দেখে
ভিড়লাম একদিন পৃথিবীর মানচিত্রে।
সেই বহুকাল গত!
সময়ের বৃত্তে দেহ মন পাপের আসামী
আজ অশুভ ক্ষণে কালের বারতা
প্রিয় বন্ধু! এসেছিলাম হেসে কোন এক রাতে
জীর্ণ পৃথিবীর পাপিষ্ঠ মানব মুরতি
নগরে নটির উত্তপ্ত যৌবনা
অঙ্গ ভরে পান করাল নরক শরাব
আনন্দের ক্লান্তি ছিল ছিল স্থবিরতা
পথ ভুলেও কত পথের দিশাও পেয়েছিনু
শুধরে নেবার।
ওগো বন্ধু! ভেবে দেখো শুরুর ঐ পথটার দিকে
একশ বছর উলটো হাঁটো দেখবে
ভুলের পিরামিড গুলি অতীতের সাক্ষ্য
হয়ে দাঁড়িয়ে আছে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



