
তুমি আসবে বলে হে স্বাধীনতা
রক্তে রক্তে রাঙ্গিয়ে ছিলাম দেশ,
তুমি আসবে বলে বাধিনি কভু খোপা
সবুজ অরণ্যে উড়িয়ে ছিলাম
বিরংগনার এলোকেশ।
তুমি আসবে বলে হে স্বাধীনতা
কৃষক শ্রমিক ছাত্র জনতা সকলে এক সুরে,
গেয়েছিনু গান দিয়েছিনু প্রাণ দিয়েছিনু মান
অনাদি অনন্ত সময়ের সমাধি জুড়ে।
তুমি আসবে বলে হে স্বাধীনতা
চোখের সম্মুখে ভাইয়ের লাশ বোনের লাশ
আকাশে উড়িয়েছি কষ্ট-জল শোক সকল,
তুমি আসবে বলে চেয়েচেয়ে থেকেছি রাত্রিভর
ঝাঁপিয়ে পড়েছি মৃত্যুর অনলে প্রাণান্তকর।
তুমি আসবে বলে হে স্বাধীনতা
পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও তুমি আসনি,
তোমার পরাধীনতার ঝুলি এখনও
মিথ্যের বুলি নিয়ে ভিক্ষে করে ফিরে
হে দেশ তুমি এখনও প্রাণ খুলে হাসনি।
মিথ্যে মিথ্যে মিথ্যের কলঙ্ক ইতিহাস গড়না
যে সমাধি এখনও অন্তরালে কাঁদে
তুমি কার ত্যাগে পেয়েছ দেশ?
আজন্মকাল সত্যের মহা-গ্রন্থে দেখো
লাল সবুজের পতাকায় লেপটে আছে
কত শত শহীদের রক্তের লেশ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



