নিত্যই মাটির মানচিত্রে কত খোঁজি তোমাকে
শহরের অলিগলি কিংবা অরণ্যে, কখনও সরোবরে
বোকা আকাশটানা নির্বাক চেয়ে থাকে
বাতাসটাও-চঞ্চলতা হারিয়ে
দিকবিদিকশুন্যে থমকে দাঁড়ায়!
মাঝে মাঝে মনে হয়,
"বেনসন-হেজেসের" মত
নিজকে পুড়ে ভস্মীভূত করে দেই।
কিংবা মাইক থ্যালাসাইটিসের মত..
তোমার চলে যাওয়াটা যেন একটা যুদ্ধের মত-
তুমি যেদিন চলে গেলে, এ-এন সিক্স জিরো টু'র
পারমাণবিক বিস্ফোরণের মত
ছেয়ে গেল আমার জীবন আকাশ
নিনা টাইফুনের মত প্রলয়ঙ্কারী ঝড়
আছড়িয়ে ভাঙলো হৃদয়ের পাড়।
কতকাল দেখিনা তোমায়!
ত্রিস্তান ইসলদের মত হয়ত আর দেখা হবেনা
রামোস অ্যান্ড থিইবির মত মিটবেনা সাধ
এক অবিস্মরণীয় প্রেমের বলিদানে
রেখে যেতে চাই স্মৃতির পিরামিড
ঠিক রোমিও-জুলিয়েট এর মত।

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



