
আমরা চার বন্ধু মিলে একটা ঘর তৈরী করেছিলাম।
খেলাঘর।
নাম দিয়েছিলাম,খোলাঘর।
ঘরটার মাথায় কোন ছাউনি ছিল না।
কত পাখি এসে গান শুনিয়ে যেত।
মুগ্ধতার অবসর।
ঘর থেকেই আমরা আকাশ দেখতে পেতাম।কত সুন্দর।
একদিন দেখি জাহাজ।
উড়ে গেল।
আমাদের চারজনের কপালেই পড়ল কিছু একটা।
জাহাজের নয়,নিশ্চয় পাখির পুরীষ।
আকাশচারীর এহেন আচরণে,আমরা ঘরের ছাউনি দিলাম।
ফাঁকা আকাশ যেমন দেখতে পাব না,আকাশচারীর পুরীষও না।
খোলাঘর আবার খেলাঘর।

সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


