somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ব্রেক আপের গল্প

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সময় ৫- ৩০ মিনিট
স্থান- আহসান ভাইয়ের চা স্টল , বাস স্ট্যান্ড ।

একটি মেয়ে আমাদের দিকে এগিয়ে আসছে । গাম্ভীর্যের সাথে আমরা আমাদের ভাব একধাপ বাড়িয়ে তুলতে ভুল্লাম না।
রাব্বি ঝট করে পিছনে ঘুরে,পকেট থেকে চিরুনি বের করে ফটাফট চুলে ভাজ মারল ।
আর আজকেই কেন সানগ্লাস ছাড়া পরল, এই নিয়ে আক্ষেপের কমতি ছিল না তার ।

নুরু অতি ক্ষীণ স্বরে (আমরা যেন শুনতে না পাই) রাব্বির চিরনি ধাঁর চাইল। রাজকীয় চালে
পকেট থেকে চিরনি বের করে সব্বাইকে শুনিয়ে রাব্বি বলল, আরে সামান্য চিরুনিই তো, কিডনি
তো আর চাস নি । আমার স্বভাব জানিসই তো- কেউ কিছু চাইলে না করতে পারিনা । যা তোকে একবারে দিয়ে দিলাম ।

আমাদের সবাইকে অবাক করে দিয়ে, মেয়েটি সোজা শাওনের কাছে গেল। লজ্জা রাঙ্গা মুখ করে বলল ,
'ভাইয়া আপনি না খুউউব কিউট !'
আরও বেশি লজ্জা পেয়ে শাওন মিন মিন স্বরে জবাব দিল, 'তাইইই,
আজকে তো কমপ্লান খাইনি'। কমপ্লান খেলে আমাকে আরও বেশি কিউট দ্যাখায় ।'
- শুধু কমপ্লান , নাকি আরও কিছু খান ?
- রাতে দুধের সাথে কমপ্লান, সকালে ১ প্লেট সাবু এই হল গিয়ে কিউট থাকার গোপন ফরমুলা - কাউকে আবার বোলো না যেন
- না না কাউকে বলব নাহ । ভাইয়া, আপনার নম্বরটা পাওয়া যাবে ?
- আমার তো সবমিলিয়ে ১১ টা নম্বর । আচ্ছা সবগুলোই রাখ ।

মেয়েটি চলে যেতেই, প্রথম চান্সেই রাব্বি তার চিরুনি দখল নিল ।
রাব্বির এই আচরণে সম্পূর্ণ হতাশ নুরু। তার নিজের চিরুনির অবস্থা জরাজীর্ণ ।
দাঁত ভাঙ্গা সেই চিরুনি কুড়িয়ে পেয়েছিল বছর পাঁচেক আগে, ব্রিজের নীচে ।
আকস্মিক চিরনি প্রাপ্তিতে, শোকরানা নামায পড়বে বলে যে সিদ্ধান্ত নিয়েছিল, একধাক্কায় তা বাতিল করে দিল নুরু ।

শাওনকে কে সবাই মিলে জাপটে ধরলাম, পার্টি দিতেই হবে । নো ওয়ে ।
কুঞ্জবনের কুঞ্জুস খ্যাত ভিলেন, এক কথায় রাজি হয়ে গেল। হবু প্রেম বলে কথা ।

এই সুযোগের সদব্বহার করতে ভুল্লনা সাগর ।এমনিতেই সে উঁচু পর্যায়ের একজন খাদক ।
৮ নম্বর শিঙ্গাড়া ক্যোঁৎ করে গলা দিয়ে নামিয়েই বিরাট একটা ঢেঁকুর তুলল সে।
শিঙ্গাড়া খাওয়াও যে একটা আর্ট,তাকে না দেখলে কখনও জানতেই পারতাম না আমরা ।
আস্ত শিঙ্গাড়া মুখে পুরে এগাল ওগাল করে ক্যোঁৎ করে গিলে ফেলছে।হোটেল বয় পর্যন্ত হা করে তাকিয়ে দেখছিল ।

খাওয়া শেষ করেই হবু প্রেমের সাফল্য কামনা করে দোয়া হবে বলে ঘোষণা দিল সাগর।
আজকের দিনে প্রেম কতটা জরুরী এই প্রসঙ্গে সামান্য মতবিনিময় করার পর দোয়া শুরু হল ।
মোনাজাতের সময় দেখা গেল, হোটেলের সমস্ত খদ্দের তো বটেই , স্বয়ং হোটেল মালিক পর্যন্ত মোনাজাতে অংশ নিয়েছে ।

এরপর মিষ্টি বিতরণ হল, সব মিলিয়ে সেইদিন ১২০০ টাকা খরচ শাওনের ।

একটু একা হতেই রাব্বি আমার সাথে গোপন আলোচনা করল। তার ধারণা মেয়েটি ভুল করে ,শাওনের কাছে গেছে ।
অবশ্য আজ সানগ্লাস চোখে থাকলে মেয়েটির এ ভুল হতনা। আমিও তাকে পূর্ণ সমর্থন জানালাম ।
রাব্বি খুশি হয়ে আমাকে কোক খাওয়াল ।

সময়- ৯:৪৫ মিনিট
স্থান- আমার বেডরুম ।

বিছানায় চিত হয়ে শুয়ে কালকের পার্টির লিস্ট করছি । শিঙ্গাড়া না সামুচা কোনটা রাখা যায়,
এ নিয়ে সামান্য চিন্তিত - এমন সময়ে শাওনের ফোন ।
রিসিভ করেই বললাম,
- দোস্ত, শিঙ্গাড়া না সামুচা সিলেক্ট করতে পারছিনা ।ফট করে বলার দরকার নাই, চিন্তা ভাবনা করে বল ।
- কিসের, শিঙ্গাড়া সামুচা ? ঘটনা কি ?
- আরে আজ টেস্ট , কাল হবে ফাইনাল পার্টি ।
- প্রেমের গুষ্টি কিলাই, হারামি তোর খবর আছে ।
- ক্যান কি হল, মাইয়া কি বিবাহিত ?
- পুরাই বাঁশ খাইলাম রে, শালী তোর নাম্বার চাইছে ।
- ইয়া আল্লহ, কস কি ?
- শালা,আনন্দে কিছুই খাইতে পারিনি, কাল দ্যাখামু খাওয়া কারে কয়, দে- লিস্টটা দে ।
- ধুর কিসের লিস্ট, ইয়ার্কি মারছিলাম পাগলা !
- ঠিক আছে আমি লিস্ট করছি, টেনশন নিস না শিঙ্গাড়া সামুচা দুটাই থাকবে ।

শাওন এটা কি বলল, মেয়ে আমার নম্বর চায় ? তাহলে ওর সাথে দেখা করল ক্যান ?
ভুল করে ??

ফোনের শব্দে ঘুম ভেঙ্গে গেল । যা ভেবেছিলাম তাই, সেই মেয়েটি ফোন দিয়েছে ।
- হ্যালো,
- হুম,
- আপনি খুব ভাল ।
- ধুর, কি নাম তোমার ?
- কিহ , আমাকে চেন না ? ফুলের নামে নাম - অনুমান কর তো ।
- হুম ধরে ফেলছি, তোমার নাম ধূতরা ।
- ধ্যেত ! তোমার মাথায় কিস্যু নেই। শোন আমি কিন্তু ফেসবুকে তোমার প্রত্যেকটা পোস্ট দেখি ।
- জব্বর কাজ করেছ ।
- ভাইয়া, তুমি রেগে যাচ্ছ কেন ?
- তাড়াতাড়ি বলে ফেল, ঘুম পাচ্ছে ।
- অনেক দিন থেকে বলব বলব করেও বলতে পারছিনা ।
- তাহলে আর বলার দরকার নাই
- বলি ভাইয়া- রাগ করবে নাতো ?
- টাকার প্রসঙ্গ হলে , কিছু বলা যায় না !
- তুমি- তুমি এত কিপটে !! বলছি, রাগ করবেনা কথা দাও...প্লিজ প্লিজ ।
- বোলো...
- আমি না প্রেমে পরে গেছি !
- কিইইই ???
- আরে পুরটা শোন- আমি তোমার বন্ধুর প্রেমে পরেছি ।
- কার ???
- তোমার বন্ধু সাগরের ।

চুপসানো বেলুনের মতই আমার অবস্থা । এতক্ষণ ধরে নাটক করে, শেষে কিনা ফালতু সাগরের নম্বর চায় ।
ফাজলামোর একটা সীমা আছে তো নাকি ! কি ভাবছেন ? মেয়েটিকে এমনি এমনি ছেড়ে দিছি ??
শাওনের মত আমি বেকুব না । কঠিন এক ঝাড়ি দিয়ে ফোন কেটে দিছি ।
তারপর, সুইচড অফ ।
বলেছিলাম, 'বেয়াদব বেটি ছাওয়াল ,তুই সহ তোর গুষ্টির অনূর্ধ্ব -৩০ সবকয়টা মাইয়ারে
কিয়ামত পর্যন্ত , আই লাভ ইউ, আই লাভ ইউ '।

এদিকে মেয়েটি উপযুক্ত জবাব দেয়ার জন্য সকাল পর্যন্ত চেষ্টা করেও ফোন ঢুকাতে পারেনি ।
শেষে ক্ষুব্ধ হয়ে শাওনের উপরেই ঝাল ঝেড়েছে !
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১০
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাহমান কলমের সাহায্যে কোরআন ও বাইয়ান শিক্ষা দিয়ে থাকেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে জানুয়ারি, ২০২৬ ভোর ৬:১০



সূরাঃ ৯৬ আলাক, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন
২। সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে
৩। পড় তোমার রব মহামহিমাম্বিত
৪। যিনি... ...বাকিটুকু পড়ুন

যোগেন্দ্রনাথ মন্ডলঃযাঁর হাত ধরে পাকিস্তানের জন্ম

লিখেছেন কিরকুট, ৩০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৭



দক্ষিণ এশিয়ার ইতিহাসে কিছু মানুষ আছেন, যাঁদের ভূমিকা একদিকে যুগান্তকারী, অন্যদিকে গভীরভাবে বিতর্কিত। যোগেন্দ্রনাথ মন্ডল সেই বিরল ব্যক্তিত্বদের একজন। পাকিস্তান রাষ্ট্রের জন্মপ্রক্রিয়ায় তিনি ছিলেন একেবারে কেন্দ্রীয় চরিত্র। অথচ কয়েক... ...বাকিটুকু পড়ুন

একটি অসভ্য জাতির রাজনীতি!

লিখেছেন শেরজা তপন, ৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২১


সাল ২০০৮। ব্লগারদের দারুণ সমাগম আর চরম জোশ। ব্লগে ঝড় তুলে দুনিয়া পাল্টে দেওয়ার স্বপ্ন তখন সবার।
বিএনপি আর জামায়াত জোট তখন ভীষণ কোণঠাসা। কেউ একজন মুখ ফসকে ওদের পক্ষে... ...বাকিটুকু পড়ুন

=মাছে ভাতে বাঙালি - যায় না আর বলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:০৫


মাছে ভাতে আমরা ছিলাম বাঙালি,
উনুন ঘরে থাকতো, রঙবাহারী মাছের ডালি
মলা ছিল -:ঢেলা ছিল, ছিল মাছ চেলা,
মাছে ভাতে ছিলাম বাঙালি মেয়েবেলা।

কই ছিল পুকুর ভরা, শিং ছিল ডোবায়
জলে হাঁটলেই মাছেরা - ছুঁয়ে... ...বাকিটুকু পড়ুন

নিঃস্বঙ্গ এক গাংচিল এর জীবনাবসান

লিখেছেন নীল-দর্পণ, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৪৯

বিয়ের পর পর যখন সৌদি আরব গিয়েছিলাম নতুন বউ হিসেবে দারুন ওয়েলকাম পেয়েছিলাম যা কল্পনার বাইরে। ১০ দিনে মক্কা-মদিনা-তায়েফ-মক্কা জিয়ারাহ, ঘোরাফেরা এবং টুকটাক শপিং শেষে মক্কা থেকে জেদ্দা গাড়ীতে... ...বাকিটুকু পড়ুন

×