সকাল থেকে একটা বিষয়ে লিখবো বলে ভাবছিলাম, বার বার ভুলে যাচ্ছিলাম! সংক্ষেপে বলি, জ্বী, ভারতের পাঞ্জাব প্রদেশের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে আম আদমী পার্টি বিপুল ভোটে জিতে সরকার গঠন করেছে! আর মিঃ ভগোয়ানত মান (Mr. Bhagwant Mann) কেন্দ্র সরকার প্রধান মুখমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। আম আদমী পার্টির এটা বিরাট সাফল্য।
তবে জানেন কি জানি না, Mr. Bhagwant Mann কে আমি চিনি একজন কৌতুক অভিনেতা হিসাবে, সেই যখন ভারতের হিন্দি চ্যানেল গুলো কৌতুকের অনুষ্টান প্রচার করত, আমি তাকে সেখানে দেখেছিলাম। এখন আপনারা যাকে স্ট্যান্ডাপ কমেডিয়ান বলেন, তেমনি! ইউক্রেনের প্রেসিডেন্ট মিঃ জেলেনেস্কিকে নিয়ে আপনারা অনেকে হাসেন, এবার কি করবেন?
আসলে এই হচ্ছে দেশে গণতন্ত্রের বাস্তবতা, গণতন্ত্র থাকলে, সুষ্টু নির্বাচন হলে যে কেহই কোথা থেকে কই যেতে পারে! দেশ গণতন্ত্র না থাকলে আপনি আমি কেহই আর স্বপ্ন দেখতে পারি না! আমাদের সন্তান্দেরো কোন স্বপ্ন দেখানো যায় না! দেশে গণতন্ত্র থাকলে অনেকেই জবাবদিহিতায় আনা যায়! মেথর, কামার, কুমার, চাষি সবাই স্বপ্ন দেখতে পারে যে, তার সন্তানও একদিন অনেক বড় হবে! দেশের প্রধান শাসক হয়ে যাওয়াও বিচিত্র নয়!
সাধারন মানুষের স্বপ্ন না থাকলে সেটা কিসের স্বাধীনতা, কিসের কি! আমি যদি আমার সন্তানকে প্রাণ খুলে বলতে না পারি যে, তুমিও চাইলে একদিন এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবে! তোমার ইচ্ছা হলে তুমিও এগিয়ে যাও!
ছবি গুলো নেট থেকে নেয়া!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৪