১। পদ্মা যমুনা এমন বড় বড় সেতু এখনো পাড়ি দেয়ার দরকার হয় নাই, প্রয়োজন পড়েনি বা ঐ জেলা গুলোতে তেমন কোন আত্মীয়স্বজন নেই (অবশ্য এই সব ব্রীজ হবার আগেই অনেক জেলা বাস দিয়ে ভ্রমন করেছি) - আমাদের দেশের অন্য ভাইবোনেরা ব্যবহার করছে এতেই খুশি।
২। মেট্রোরেল এখনো ছড়া হয় নাই, নয়াপল্টন আর মালিবাগে থাকি, মানে ঢাকার ঐ অংশের প্রয়োজনীয়তা নেই, ঐ দিকে গেলে আমি বাইক রাইডারদের পছন্দ করি - তবুও খুশি উত্তরা মীরপুরের ভাইবোনেরা ব্যবহার করছে, করুক।
৩। গত কয়েকদিন ধরে ভাবছিলাম ঢাকার এলিভেটর এক্সপ্রেস ওয়ে দেখে আসি, অহেতুক ফার্মগেইট থেকে এয়ারপোর্ট যাই, যদিও এই পথও আমার না - কিন্তু দেখলাম প্রাইভেট কার মাইক্রো ইত্যাদি না থাকলে অন্য কোন যানবাহন দিয়ে এই পথ দেখা যাবে না, আমি এই চিন্তা বাদ দিলাম, এই যানবাহন গুলোর একটাও আমার নেই।
বেশীরভাগ সাধারন মানুষ এভাবে আমার মত বঞ্চিত, অন্তত দেখার জন্য হলেও!
(ব্রীজ গুলো হওয়াতে আমি ভেবেছিলাম, ঢাকায় মাছ শাক সবজি ফল ফলাদির দাম কম্বে, তাও জুটেনি! মেট্রোরেল নাকি শুধু দর্শনার্থিরাই ছড়ছে! আর চরম সত্য দেখছি এই এলিভেটর চালুর পরে ঢাকার অন্যান্য রাস্তা ঘাটে যানযট বেড়েছেই, এটা আমার রিক্সা অভিজ্ঞতা, অসময়েও যানযট আগের চেয়ে বেশি!)
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫