আজকাল প্রচুর মোবাইল হ্যাক বা মোবাইলের এপস গুলো হ্যাক হচ্ছে, আপনার সতর্কতা জরুরী বিষয়। এই এপস গুলো 'হ্যাক বা ক্লোন' করে আপনার পরিচিতদের কাছে টাকা চাওয়া সহ নানান আকাম কুকাম করছে, বিশেষ করে ইমু, হোয়াসাপ, ফেইসবুক সহ নানান ম্যাসেঞ্জারে অধিক সতর্কতা রাখবেন। প্রতারণা থেকে নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচান!
১। অপরিচিত কল ধরতে সাবধানতা ও কথা বলায় সতর্ক থাকতে হবে, কোন ইনফরমেশন বা পিন নং দিবেন না। থানা পুলিশের পরিচয়ে এই সমস্ত কল আসে সাধারনত, ফলে অনেকে ঘাবড়ে যেতে পারেন, আসলে এরা ভুয়া।
২। যে কোন ম্যাসেজে আসা লিঙ্ক ক্লিক করা যাবে না।
৩। ম্যাসেজে আসা 'ইয়েস/নো' বা 'এক্সেস/ডিনাই' প্রেস করতে খেয়াল রাখবেন, ইয়েস বা এক্সেস করলেই বিপদ ঘটে যেতে পারে।
৪। একাউন্ট ক্লোন হলেই বন্ধুদের জানিয়ে রিপোর্ট করা শুরু করুন।
৫। অনলাইনে কেহ টাকা চাইলেই সন্দেহ করুন এবং তাকে চিনে থাকলে তাকে সরাসরি ফোন দিন, টাকা কখনোই আগে দিবেন না, নিশ্চিত না হয়ে কাউকে বিকাশ প্রকাশ করবেন না।
৬। বিশেষ করে ইমু/হোয়াসাপ ইত্যাদি ম্যাসেঞ্জার প্রয়োজন না হলে ফেলে দিন। বন্ধু পরিচয়ে কিছু চাইলেই ভিডিও কল করতে বলুন।
৭। ব্যাংক গুলো কখনো অপ্রয়োজনে কল দেয় না বা পিন চায় না, ভেরিফিকেশনে কল এলে নিশ্চিত হয়ে নিন, শুধু আপনার কাউকে দেয়া চেক দিলেই কল করে, সে ক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন।
৮। যে কোন পাসওয়ার্ড গোপন রাখুন এবং একটু কমপ্লিকেটেড করে দিন।
৯। অনলাইন কেনা কাটায় কখনো অগ্রীম প্রদান করবেন না, মালামাল হাতে পেয়ে বুঝে নিয়ে টাকা দিন, যারা অগ্রীম চায় তাদের থেকে কেনাকাটা করবেন না।
১০। কোন সাইট থেকে উপহার পেয়েছেন, এমন মেইল বা লিঙ্ক প্রতারনাই বটে! এই সব দেখে এগিয়ে গেলেই প্রতারকদের কবলে পড়বেন নিশ্চিত। লোভ করলেই গেলেন!
ইত্যাদি ইত্যাদি
অগ্রীম বিপদ বা সন্মানহানি থেকে নিজকে নিজেই রক্ষা করুন। সবাইকে শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫