হাসিনার পরিনতি এই হবে জানা ছিল, যাদের অন্তত সামান্য ইসলামিক জ্ঞান আছে, তারা তার এই পরিনতি আগেই অনুমান করছিলো এবং হয়েই গেল! তবে তার শেষ ইচ্ছা ছিলো একটা ভাষন দেয়ার, সেটা পূর্ন হয় নাই!

সবাই উল্লাস করতে পারেন। দেশ বলা চলে নুতন করে আবার স্বাধীন হল! স্বাধীন বাংলাদেশ, এবার এই দেশের আরো একটা নুতন নাম দেয়া যেতে পারে।
ছাত্র ছাত্রী জনতার সবাইকে শুভেচ্ছা, যারা প্রাণ দিয়েছেন, তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, তাদের জন্য ভালবাসা, তাদের পরিবারকে আশা করছি নুতন সরকার অনেক আর্থিক ও সন্মান জানাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

