আমি যে কোন লোকের মতামত রাখার ব্যাপারে বিশ্বাসী, তবুও ব্লগে চাদ্গাজী, সোনাগাছি, চুল বৈশাখী মার্কা লোকদের দেখে আর সহ্য করতে পারছি না। এদের লেখা প্রতিটা লাইন, শব্দ এখনো মানুষকে আহত করেই যাচ্ছে। এরা এখনো জনগণের আশা বুঝতেই পারছে না। আমার মনে হয় এদের আপাতত কিছু দিনের জন্য ব্লগে ব্যান করে রাখা দরকার! এই পা/ঠা/গুলো বিদেশে বসে এখনো খুবানন্দে আছে! অন্যদিকে বিদেশ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসে পুরা আন্দোলনে ছিল এবং বুঝিয়ে দিয়েছে।

পুনঃ সামু নিয়ে টেনশনে ছিলাম, কখন ব্যান করে দেয়। দেশে যখন ফেইসবুক, এক্স সব সব বন্ধ করে নেট লাইন ডিমতালে চলছিলো, তখনো সামু এক্টিভ ছিলো, ধীরে ধীরে চলছিলো, অনেকেই আমরা ব্লগ লিখতে পারছিলাম, এত এক্টিভ ব্লগ যে আসলেই অনেক সমগোত্রীয় ব্লগার ভাই বোনদের দেখা মিলত, মনে কিছুটা হলেও আনন্দ হত। তবে সামুকে নিয়ে সেই সময়ে চিন্তা হচ্ছিলো, আমাদের লেখার কারনে না জানি সেই আগের মত ব্যান করে দেয়! হা হা হা, শু/য়ো/রে/রা এবার সেই সুযোগ পায় নাই।
নিজের কথাঃ আমি আসলে শাসকে কে, কি তার রাজনৈতিক পরিচয় তা জানতে চাই না, আমি সব সময়ে চেয়েছি, সুশাসক, সুশাসন। এই নিয়ে অনলাইনে হাজারো লেখা আমার আছে। যারা আমাকে দেখেছেন বা পড়েছেন, তারা বুঝতে পারবেন। সবার জন্য ভালবাসা, তবে ভালবাসা পাওয়া খুব কঠিন নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

