গল্পের নতুন মোড়?
এসি বিস্ফোরন নাকি গ্যাস লাইন লিকের ফলে বিস্ফোরন?
যেখানে মসজিদ ঐ মসজিদের নিচ দিয়ে নাকি তিতাস গ্যাসের লাইন গিয়েছে! (১)
তিতাস গ্যাসের লাইন যেখান দিয়ে গিয়েছে তার উপরে নাকি মসজিদ বানানো হয়েছে। যদি গ্যাস লাইন সরাতে হয় তাহলে মসজিদের অবকাঠামো তে সমস্যা হবে, ভেঙ্গে ফেলতে হবে কিছু অংশ। (২)
গ্যাসের লাইন ঠিক করার জন্য অনেক দিন থেকে মসজিদ কমিটি তিতাস গ্যাস কে জানিয়েছে। তারা কি করেছে জানেন?
"তিতাস কতৃপক্ষ লাইন ঠিক করার জন্যে ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছে।"
টাকা দেয়া হয় নি! তারা গ্যাস লাইন ঠিক ও করে নি। ফলাফল, ১১ জনের করুন মৃত্যু, আরো অনেকে ঢাকা মেডিকেলে করুন যন্ত্বনা সহ্য করছে।
এখন কিছু প্রশ্নঃ
১. তিতাস গ্যাস কতৃপক্ষ ঘুস এত কম চাইলো কেন? মসজিদ ধর্মীয় প্রতিষ্টান বলে কি তারা একটু কনসিডার করেছে?
২. মসজিদ কমিটিতে কে বা কারা আছে? যে মসজিদে ৬ টা এসি থাকতে পারে, সে মসজিদ কতৃপক্ষ ৫০ হাজার টাকা দিতে কি অক্ষম? গ্যাসের লাইন ঠিক করানো তাদের কর্তব্য ছিল, এত গুলো মানুষের জীবন নিয়ে খেলার অধিকার তাদের আছে কি?
৩. এত গুলা মানুষ কে মেরে গেলার বিচার কি হবে? ক্ষতিপূরন কি তারা কেউ পাবে? নাকি আল্লাহ তাদের শহিদী মর্যাদা দিবেন বলে চালিয়ে দিয়ে এ যাত্রায় বেচে যাবে?
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




