Freedom of expression, including to criticise Islam and Islamism as well as to blaspheme, is a basic right.
ঠিক নাস্তিক নয় ..... একটি ইসলাম বিরোধী দল 'ex-muslim.org.uk ' এর পক্ষ থেকে (Maryam Namazie) change.org এ একটি পিটিশন করা হয়েছে যে আগামী ২৫ তারিখ নাস্তিকদের রক্ষার জন্য দিবস পালন করবে(এম্বাসীর সামনে র্যালী করার মাধ্যমে)। তারা লিখেছে 'We, the undersigned, call for 25 April to be an international day to defend Bangladesh's bloggers and activists. ' এখানে ব্লগার বলতে নাস্তিক ব্লগার বুঝানো হয়েছে।
সরাসরি লিখাটা পড়তে পারেন।
কথা হল এখানে বলা হয়েছে, freethinkers আসিফ মহীউদ্দীন সহ অন্যান্য নাস্তিকদের রক্ষার উদ্দেশ্যে তারা এই পিটিশনটি সরকারের বরাবরে করা হবে।
লিখার ধরণটা এরূপ যেন সরকার নাস্তিকধর কর্মসূচীর আয়োজন করেছে।
ফ্রীথিংক করা বলতে তারা আসিফ মহীউদ্দীন এর লিখা বুঝিয়েছে। এরূপ ফ্রীথিংকিং করার কোন যৌক্তিকতা ও দরকার নাই। যারা পুরানো ব্লগার আছেন তাদের সবাই আসিফের লিখার সাথে পরিচিত।
ইসলাম ধর্মের ব্লাস্ফেমি করা যদি মৌলিক অধিকার হয় তাহলে তা দরকার নেই। এই পিটিশন না পড়ে কিংবা কেবল হেডিং পড়েই অনেকে সাইন করেছে।
এখানে গ্রেফতারের কথা বলা হয়েছে। গ্রেফতারতো শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে (প্রথমে ১৪ দিন তারপর ১৮ দিন রিমান্ড), মাহমুদুর রহমানকেও করেছে। রিমান্ডেও নিয়েছে। তাদের ব্যাপার টা উহ্য থাকবে কেন।
যারা মায়ের সাথে যেনা করার জন্য উদ্বুদ্ধ করে, তাদের সাহায্যে এগিয়ে গেলে শুধু পৃথিবীতে কেন.... আল্লাহর কাছেও এক্স মুসলিম খেতাব নিয়ে দাঁড়াতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



