|| বেগম জিয়াকে হত্যার পরিকল্পনা করছে জামায়াত ||
ইদানিং একটা কথা ছড়ানো হচ্ছে। আওয়ামিলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও দ্বায়িত্বশীল ব্যাক্তিবর্গ বিভিন্ন সভা-সমাবেশ ও মিডিয়ার সামনে বার বার বলছেন জামায়াত-শিবির বেগম খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে। বিষয়টাকে বাংলাদেশী জাতিয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীরা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বলে মনে হচ্ছে। কিন্তু আওয়ামীলীগ যখন মিডিয়ায় এমন বিষয় নিয়ে শোরগোল তৈরির চেস্টা করে তখন এর পেছনে রহস্য অবশ্যই আছে।
এই যেমন ধরেন মোজাম্মেল হক নামের এক অবৈধ মন্ত্রী বলেছে, গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে জামায়াত-শিবির জংগিদের টার্গেট এখন খালেদা জিয়া। স্বভাবতই প্রশ্ন আসে যে গোয়েন্দা রিপোর্টের বক্তব্য প্রচারের দ্বায়িত্ব কি তাকে দেয়া হয়েছে? তাছাড়া গোয়েন্দাদের কাছে যদি এমন অকাট্য প্রামনই থাকে যে জামায়াত শিবির বেগম জিয়াকে হত্যা করতে চায় তাহলে গোয়েন্দা সংস্থার উচিত বেগম জিয়ার সংগে সরাসরি এই বিষয় ও তার সিকিউরিটি নিয়ে পরামর্শ করা। কিন্তু এমন কোন খবর আজো আমরা পাইনি। তার মানে বিষয়টা হচ্ছে ভুয়া।
কিন্তু ভুয়া বলে এটাকে উড়িয়ে দেয়া কি ঠিক হবে? বিষয়টা এমন হতে পারে যে শেখ হাসিনা ও ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা আসলেই একটা প্লান বি তৈরি করে রেখেছে। হয়তো আওয়ামী-ইন্ডিলীগ পতনের শেষ মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত, ধৈর্যশীল ও অভিজ্ঞ এই নেত্রিকে হত্যা করার মতো ঘৃন্য কাজ করে ফেলতে পারে। যে দেশে শেখ হাসিনার হাতে ২৪ ঘন্টায় ১৭৪জন মানুষ হত্যা করা সম্ভব, যে দেশে এক রাতে টোটাল ব্লাক আউট করে হাজার হাজার ঘুমন্ত মানুষের উপর পুলিশ-বিজিবি লেলিয়ে দিয়ে মাস কিলিং করা সম্ভব তার দ্বারা বেগম জিয়াকে হত্যা করে দেশকে অভিবাবকহীন, বিএনপিকে নেতৃত্বশূন্য ও বাংলাদেশে গণতন্ত্রের মুক্তিকে অন্ধকারে নিমজ্জিত করার চেস্টা করা অসম্ভব কিছু নয়। এবং সাফাই হিসেবে জামায়াত-শিবিরের উপর দোষ চাপিয়ে দিবে, বলবে আমরা এমন আশংকা আগেই করেছিলাম। তখন বাংলাদেশ হবে অস্থির আর অস্থিরতার মাঝে ঘসেটি বেগম হাসিনারা বাংলাদেশ থেকে মেধাবী, দেশপ্রেমিক ও সাহসীদের নির্মুল করে দিবে। যেমনটি করেছিলো পিলখানা হত্যাকান্ডে, দেশের সবচেয়ে সাহসী ও চৌকষ মহানদের নৃসংশ-নারকীয় ভাবে হত্যা করার মাধ্যমে। এবং যেহেতু তারেক রহমানের অভিজ্ঞতা বেগম জিয়ার মতো অতটা পরিপক্ক এখনো হয়নি সেহেতু এমন কঠিন দুঃসময় সামাল দিতে নিশ্চয় হোঁচট খাবেন তিনি। আর নগ্ন কারসাজিতে মুহুর্তেই রাজনীতির দাবার চাল উল্টে যেতে পারে 'র' এর সহায়তা, নির্দেশ ও তত্বাবধানে।
যারা বেগম খালেদা জিয়ার আশেপাশে আছেন, তাঁর নিরাপত্তার দ্বায়িত্ব রয়েছেন এবং যারা তারেক রহমানের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে বেগম জিয়ার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করুন। আমি মনে করি এ মুহুর্তে বেগম খালেদা জিয়ার নিশ্চিদ্র নিরাপত্তা দরকার।
[পত্র-পত্রিকায় আওয়ামী-ইন্ডিলীগ নেতাদের বক্তব্য পড়ে আতংকিত বোধ করছি]