অনেক জায়গায় গেলেও কখনও ভ্রমন কাহিনী লিখে রাখিনিপ্প্মক্স ছবি, ভিডিও আছে; ইদানিং মনে হচ্ছে লিখে রাখলে মন্দ হয় নাপ্প্মক্স রাসেল, হিমু আর শোমচৌর ভ্রমন নিয়ে লেখা পড়ার পর লিখতে একটু ভয়ই লাগেপ্প্মক্স আমার সমস্যা হচ্ছে আমার নিজের সাহিত্যিক মন নেই, অথবা জন্মাতে পারিনি, এজন্য চেষ্টা করেও কোন লাভ হয় নাপ্প্মক্স সুতরাং লেখাগুলো নিরস হওয়ার সম্ভাবনাই বেশীপ্প্মক্স
বেশীরভাগ ভ্রমনেই অনেক সঙ্গী ছিল আমার সাথে, যেহেতু সবার অনুমতি নেয়া সম্ভব না, এজন্য খুব বেশী ছবি হয়তো দেব না, তবে কিছু দেয়া যেতে পারে অবশ্যইপ্প্মক্স সামহ্য়্যার এর ব্লগের সমস্যা হচ্ছে একাধিক ছবি দিলে প্রথমটা ছাড়া বাকীগুলো নীচে পড়ে থাকে, সুতরাং আগ্রহীদের বিকল্প হচ্ছে আমার [লিংক=যঃঃঢ়://ঁঃংধংনষড়ম.নষড়মংঢ়ড়ঃ.পড়স/]ইউনিকোড সাইটে[/লিংক] ঢু মেরে আসাপ্প্মক্স
আজকের ছবিঃ আলাস্কায় রাতে তোলা অরোরা'র ([লিংক=যঃঃঢ়://বহ.রিশরঢ়বফরধ.ড়ৎম/রিশর/অঁৎড়ৎধথ%28ধংঃৎড়হড়সু%29]Aurora[/লিংক]) ছবি প্প্মক্স বৃষ রাশি মন্ডলে অরোরা দেখা যাচ্ছে, উপরে সাত ভাই (Pleiades) ওপেন ক্লাস্টারপ্প্মক্স 55 মিমি SLRএ 30 সেকেন্ড এক্সপোজারে তোলাপ্প্মক্স
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



