ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ব্লগে বেশ কিছু একই শিরোনামে একেক জনকে বিশিষ্ট মন্তব্যবাজ বলে বেশ বড় বড় কথা বলে, বিভিন্ন সুমিষ্ট বুলি আউড়িয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে আসার পরিকল্পনা বাধিয়াছেনা। ইহার অনর্্তনিহিত উদ্দেশূ আমার জানা নাই। কিন্তু ইহাতে যে অনন্য ব্লগারর কিছুটা হলেও আঘাত পাইতেছেন না তাহা কি করে বলা যায়। দেখা যায় কোন বেশী সংখ্যক মন্তব্য বিশিষ্ট পোষ্টে ঢুকিলে নিজেদের পরিচিত মহলের কথা বার্তাই বেশী হয়, যাই হোক আরও বেশ কিছু অসংগতি ধরা পড়িল, কিন্তু অসংগতি ধরিবার জন্য তো আর এ ব্লগে আসা নয়, তারপরেও মুখ বুজে তো আর থাকা যায়না, তাই বলা।
সেটা যাই হোওক সুখ্যাত আর কুখ্যাত বাহির করিতে গিয়া ব্লগে মতভেদ সৃষ্টি হয়ে অনর্্তকলহে ব্লগ যুদ্ধ শুরু হতে পারে, সুতরাং সাবধান কেহ এই কুইজে অংশগ্রহণ করবেন না।
আমরা সবাই খ্যাত খ্যাত
আমাদেরই এই খ্যাতের রাজত্বে
................................................
(খ্যাত শব্দটির উচ্চারন একটু অন্যরকমভাবে করিয়া নিবেন)
(বাকীটুকু নিজ দায়িত্বে রচনা করে নিবেন)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




