পোস্টটা , ২য় পর্বে রাপাং খাপু এর দেওয়া মন্তব্যের জবাব। অনুরোধ করছি, ঐ মন্তব্য পড়ে এসে এই পোস্ট পড়তে! ধন্যবাদ ।
রাপাং খাপু,
আপনার বর্নিত ইতিহাসের সাথে আমি সম্পূর্নই পরিচিত। বাংলাদেশের চলমান সঙ্কটে আমাদের দেশী হায়নাদের চালই যে চলছে , সে ব্যাপারে আমিও একমত। এখন আমাকে একটা কথা বলেন, বিদেশীদের স্বার্থ রক্ষা না করে কোন গণমুখী সরকার বাংলাদেশে ক্ষমতায় বসতে পারবে?
এখন যারা রাজনীতি করে, তাদের দিয়ে এই দেশের স্বার্থ রক্ষা করে কোন মতে সাগরে টিকে থাকা সম্ভব?
মার্কিন মাফিয়ারা ছোট খাট চাল চালবে কেন? আর কর্পোরেট দুনিয়া শুধু বাংলাদেশ না, খোদ আমেরিকার পলিটিক্সও নিয়ন্ত্রন করে। আমরা এই কর্পোরেট আর বিদেশী সরকারী চালের / খেলার বাইরে আছি এই ধরনের অলীক স্বপ্ন অথবা খালেদা-হাসিনা-নিজামী-এরশাদকে সাইজ করলেই দেশে শান্তি আসিবে, এই ধরনের রামছাগল মার্কা চিন্তায় , কল্পনায় যেন বিভোর না থাকি আমরা- আমার কথা সেটাই।
ছোট মাছ বলেই আমি বলেছি , চলমান রাজনৈতিক সঙ্কটের এমন কোন সমাধান আমরা করতে পারবো না যেটা সাধারনের জন্য মঙ্গলজনক। কি হবে?
যেই আসুক,ঐ ক্ষমতা আর খাওয়া খাওয়ির রাজনীতি নিয়েই তো আসবে।
বাকি ৩ দলের কথা তো আগেই বাদ। আওয়ামী লীগ নিজেও কি দেশকে ভালবেসে রাজনীতি করে?নাকি তাদের সাপোর্ট বেজটা অনেকটাই সাধারন মানুষের ভোট নির্ভর বলেই , বাধ্য হয়ে তাদের কথা একটু হলেও ভাবতে হয়। ভোট বাচানোর জন্য একেবারে "এ্যান্টিপিপল" না হয়ে সামান্য "প্রো পিপল" থাকতেই হয়। আর সাধারন জন গনের আন্দোলনের ফসল তারা যে ঘরে তোলে , সে তো সর্বজন বিদিত।
দলের শুধু মাথা বা ১টা/২টা লোক ভালো হলে তো আর সেই দল দিয়ে দেশ উদ্ধার হয়ে যাবে না। আমাদের অবস্থা হয়েছে এমন , ভোট দিলে " লেসার অফ দা ইভিল" কে দাও। বিকজ , অল আর ইভিল!
দেশপ্রেমিক রাজনীতিকদের হত্যার কাজটা ডিসেম্বর ১৯৭১ এ শুরুই করেছিল , কারন পাকিস্তান ভাঙলে আমাদের চাচাদের অসুবিধা! কিন্তু বাংলাদেশের সাধারন মানুষ আর ভারতীয় ইন্টারেস্টের কাছে চাচচুরা হার মেনে গেল। তা বলে আমরা ছাড়া পাইনি। এখন দেশের রাজনীতিকদের টাকা দিয়ে কিনে নিয়ে চলছে পুতুল নাচের খেলা।
করতে পারতো না, যদি আমাদের রাজনীতিকরা সত্যিকারের দেশপ্রেমিক হতো, দেশটাকে বেচে দিয়ে নিজেরা ক্ষমতা আর টাকার নেশায় না মাততো। আমাদের কপাল, আমরা এদের এখনো টেনে নামাতে পারিনি।
হ্যাঁ, পুরো হয়ত বাঁচতে পারবো না, কিন্তু এখনকার মতো , বড় হাঙর , অক্টোপাসদের হাতে মায়ের শরীরটা একেবারে সম্পূর্ণ তুলে দেওয়াটা ঠেকানোর একটা চেষ্টা করাটা জরুরী মনে করি।
আপনি কি ভাবছেন, জানালে খুশি হবো !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



