থেকেই যায়, যে দিকেই সরি
ভীষন কঠোর , কঠিন দেয়াল
প্রতি মুহূর্তেই অনুভব করি !
হাত রাখি!
বুঝি না! ওপাশে মৃত? উদাসীন? না, কি?
তবু ঠোঁট রাখি!
মুমিন যেমন ঠোঁট রাখে কালো পাথরে
ক্যাথলিক রাখে পবিত্র ক্রশের উপরে!
হিন্দু করে ষাষ্ঠাঙ্গ প্রণাম চরণে
তেমনই নত হই , শ্রাবনী নয়নে !
আমি বুকটাই ধরি চেপে!
তির তির পাথুরে দেয়াল যদি যায় কেঁপে!
নিষ্ফল উদ্দাম?
অক্লান্ত হৃদস্পন্দনে ধ্বনিত যেই নাম
যজ্ঞ জল জঞ্জাল হূতাশনে
বলি, " না না ছলে , একা বসে আপন মনে"
সে নামে ভাঙবে না একটাও ইট?
একটুও গুড়ো হবে না কংক্রীট?
আমি তাও বুক রাখি!
সবটুকু রুখে রুধির ধারা, রক্তসিন্ধু!
গলে যদি ঐ হিম বাহু এক বিন্দু !
দেয়াল শুষে নেয় আজ সব আগুনে ভাপ
দেয়াল গিলে খায় যত না বলা বানীর 'তাপ!
অবহেলার ফুলে তোমার দেয়াল আমায় গাঁথে
যীশুর মতন শত হাজার পেরেকে
ভোর হলে ঠিক ঝরে পড়ি ধুলা পথে
একটা দোলন চাঁপা , বৃন্ত থেকে !!!!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



