[ সাহিত্য খুঁজে লাভ নাই]
আহা পোমো!!! পেরেমে পইড়া যাইতাসি!!!! [ আপনের না, পোমোর]
1।
পোমোতেই মুক্তি খুঁজি তবে
পোমোতেই হোক আত্মশুদ্ধি
পোমোতেই অগ্নোঞ্জলি হবে
[ জলাঞ্জলিতে , উফ, হত বুদ্ধি!]
2।
আগুন দেবো তোর মুখে অর্বিশু
আগুন দেবো তোর বুকে পাপী, বন্ধ-
আগুন দেবো আমার যত শিশু
আগুন দেবো , ইবলিশ যত অন্ধ!
3।
বিষ কি আর একলাই খাবি চামার!
আমাকেও দিবি, আমারও চাই ভাগ!!
সুদে, মূলে হিসেবের খাতা আমার
মিলিয়েই নেবো, খুব হয়েছে রে রাগ!!!!!
5/12/ 2006
ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

