"সবার হৃদয়ে রবীন্দ্রনাথ , চেতনাতে নজরুল,
যতই আসুক বিঘ্ন বিপদ , হাওয়া হোক প্রতিকূল ,
এক হাতে বাজে অগ্নিবীনা, কন্ঠে গীতাঞ্জলি ,
হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি ।"
বুঝেন অবস্থা !!! সাগরের পারে বসে বিপ্লবের গান!!! আমারে দিয়ে প্রেম হবে কেমনে!!
মৌসুমী ভৌমিকের , "স্বপ্ন দেখবো বলে " গানটা শুনলেই এই গানের কথা মনে পড়ে যায় !
কথা গুলো একদম সাধারন। গায়িকার স্বপ্ন আর সত্তার মতোই - ভীষন সাধারন!
" কেমন তুমি মায়াবিনী
মনেতে মন বাজাও
আমি, হই যে দিশেহারা !
তোমার শাড়ির নীল দেখে
আকাশ লুকায় লাজ মেঘে
সাগর হয় যে পাগল পারা ।।
কেমন সাজাও ঐ তনু
হার মেনে যায় রঙধনু
ভুবন, ঢালে সুরের ধারা ।।
" কেমন তুমি মায়াবিনী
মনেতে মন বাজাও
আমি, হই যে দিশেহারা !
তোমার শাড়ির নীল দেখে
আকাশ লুকায় লাজ মেঘে
সাগর হয় যে পাগল পারা ।।
কেমন সাজাও ঐ তনু
হার মেনে যায় রঙধনু
ভুবন, ঢালে সুরের ধারা ।।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



