
Zhang Yimou পরিচালিত অসাধারন এ ঐতিহাসিক মুভিটি ১৯৩৭ সালের চীন-জাপান যুদ্ধের চীনের নানকিংয়ে ঘটে যাওয়া এক অমানুষিক অত্যাচারের চলচিত্ররুপ,মুলত নানকিংয়ের এক ক্যাথলিক চার্চে জাপানী ইম্পেরিয়াল বাহিনী কর্তৃক স্কুলছাত্রীদের ধর্ষন এবং ১৩ জন স্কুলছাত্রীর চার্চে আঁটকে পড়া নিয়ে মুভিটি এগিয়েছে।মুভিটিতে ক্রিসচিয়ান বেল একজন আমেরিকান এবং চার্চে আঁটকে যায় ,যে কিনা ঘটনাক্রমে চার্চে এসে পড়ে,তাদের সাথে আরো আঁটকে যায় একদল পতিতা এবং জর্জ নামের এক বালক যে ওই স্কুল ছাত্রীদের দেখেশুনে রাখতো।

বাইরে যখন নির্মম পৈচাশিকতা নিয়ে জাপানী বাহিনী গির্জা ঘিরে রেখেছিলো গির্জার ভেতর প্রীষ্টের বেশ ধারন করা বেল তখন পতিতা এবং স্কুল ছাত্রীদের ব্যাক্তিত্বের সংঘর্ষ মেটাতে প্রানপন চেষ্টা করছিল,চেষ্টা করছিল কিভাবে এই গির্জা থেকে এসব মেয়েদের নিয়ে নিরাপদে পালিয়ে যাওয়া যায়,পতিতারা একসময় গির্জার সেলারে আশ্রয় নেয়। নারকীয় এক হত্যাযঞ্জ এবং ধর্ষন শেষে ধূর্ত জাপানী কর্নেল প্রতিজ্ঞা করেন যে এই সব কুমারী স্কুলছাত্রীদের আর কিছু বলা হবে না,উল্টো খাবার সরবরাহ করা হবে।যাই হোক এভাবেই চলছিল,এদিকে ওই স্কুল ছাত্রীদের একজনের বাবা জাপানী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা শুরু করে,যাতে তিনি তার মেয়েকে উদ্ধার করতে পারে,ক্রিসচিয়ান বেল এই বাবাকে বুঝিয়ে গির্জার পুরোনো ট্রাকটি ঠিক করার যন্ত্রপাতি যোগার করে নেয়, একদিন কর্নেল হুকুম করেন,এই সব স্কুলছাত্রীদের তার সাথে যেতে দিতে হবে এক নির্দিষ্ট দিনে,মূলত কারোরই বুঝতে বাকি থাকে না এদের নিয়ে যাওয়া হবে জেনারেলদের মনোরঞ্জন করার জন্য।সেই রাতে স্কুলছাত্রী ১৩ জন কিশোরী সিদ্ধান্ত নেয় তারা গির্জার টাওয়ার থেকে লাফ দিয়ে আত্বহত্যা করবে,এ সময় এগিয়ে আসে সেই পতিতারা,তারা বলে তারা যাবে সেই কিশোরীদের বদলে,কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়, কিশোরী হলো ১৩ জন কিন্তু পতিতা ১২ জন,সুতরাং একজন কিশোরীকে যেতেই হচ্ছে।পুরো মুভিটিতেই ভেসে বেড়িয়েছে জাপানী নির্মম পৈচাশিক ধ্বংসলীলা, জীবনের প্রচন্ড আকুতি, এবং আত্মত্যাগের বেদনা মিশ্রিত মহান বোধ।


asian film awards,golden globe awards,hong kong film awards,golden real awards এ মনোনয়ন পাওয়া এ মুভিটি আপনাকে পুরোপুরি স্তব্ধ করে দেবে,অদ্ভুদ গাঢ় বিষন্নতায় ভুগে আপনি হঠাত অনুভব করবেন,আমাদের পরিচালকেরা আস্তা কুলাংগার যারা ৭১এর মতো সমৃদ্ধ ইতিহাস নিয়ে কিছু বানাতে পারে না।এ দুঃখ রাখি কই, আমাদের দেখতে হয় বস্তা পচা ফরম্যাটের থার্ড গ্রেড স্ক্রীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




