ব্লগ পরিবারে আওয়ামি, বিএনপি আর জামায়াত সদস্যরা বেশ তৈরী হইয়াই নামছেন। তার প্রস্তুতি গত কয় দিন ধইরাই পরিলক্ষণ করন যাইতেছে। নিরপেক্ষতার একটা অদ্ভুত বাতাবরণ চড়ানের প্রয়াশ সকলেরই আছে। এই প্রতিযোগিতায় সব থেইকা আগাইয়া আছেন এখন পর্যন্ত আমাগো সর্বজনপ্রিয় ত্রিভুজ । তিনি নাকি একটাইমে আওয়ামি লীগ করতেন কিন্তু আওয়ামি লীগের শাসনামলে ইসলামপন্থীদের উপর অত্যাচার দেইখা আর থাকতে পারেন নাই, তিনি সমর্থন প্রত্যাহার কইরা আওয়ামি বিরোধী আর নিরপেক্ষ হইছেন।
এই নিরপেক্ষতা আবার ঠিক নন-মুসলিম বা এন্টি মুসলিমদের নিরপেক্ষতা না। এইখানে তিনি ব্যবহার করতাছেন ইসলামীয় ধর্মভিত্তিক নিরপেক্ষতা। ধর্মরে কনস্ট্যান্ট ধইরা তারপর সব নিরপেক্ষতার বালাই। তিনি বলতেছেন ইসলাম পন্থীদের উপর আওয়ামি আমলে আক্রমণ হইছে বিধায় তিনি আর আওয়ামি নাই এখন। কিন্তু এই ইসলামপন্থীরা কারা এইটা কইতে গেলেই তিনি বলেন উহারা ইসলাম পন্থী না। কেবল জামায়াতের ব্যপারে উনার বক্তব্য সমূহ আমার কাছে পরিষ্কার না।
জামায়াত যদি ইসলামী আন্দোলন করে আর আওয়ামিরা সেইটা দমন করবার কারনে ইসলামবিরোধী হয় তাইলে কেরম মনে হয় ছবিটা? ত্রিভুজ সাহেব কি এইটার কথাই বলতেছেন? আমি আসলে এতোদিনেও আপনের এই অবস্থানটা ভাবতে পারি নাই। আমি জানি ত্রিভুজ সাহেব এরপর আমারেও আওয়ামি পন্থী হিসাবে চিহ্নিত কইরা লেখতে শুরু করবেন, কিচ্ছু করনের নাই। কিন্তু আমি আবারো কইতে চাই এই বান্দার অনেক আন্দোলনের লেইগাই আপনেরা আওয়ামি বিরোধী বক্তব্য দেওনের অনেক উপাদান পাইছেন, তাই আর যাই করেন আমারে আওয়ামি লোক ধইরেন না।
তয় ত্রিভুজ সাহেবের কাছে আমার চিরকালীন প্রশ্ন তিনি কি ব্লগের অন্য সব ইসলাম আন্দোলনকারীর মতো জামায়াতের আন্দোলনরে সমর্থন করেন? আমি জানি তিনি এইটার উত্তর দিবেন না। দিলেও ধোয়াটে কিছু একটা কইবেন। তাও যেহেতু আমার কৌতুহল তৈরী হইলো....কিচ্ছু করনের নাই।
বিঃদ্রঃ অনেক ব্লগার কইবেন হুদাই আবার ত্রিভুজ সাহেবের গুরুত্ব বারাইবার প্রয়োজন কি! কিন্তু আমি সকল মানুষের সকল বক্তব্যরেই শ্রদ্ধার সহিত দেখি বা দেখতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


