রিক্সা করে মহাখালী রেলগেটে নেমে হাটা দিলাম।
১।আস্তে আস্তে ফ্লাইওভারের উপর উঠতে লাগলাম।
ওঠার সময় টের পেলাম উল্টো দিক থেকে আসা ঠান্ডা বাতাস বেশ সমস্যা করছে। নাক ব্যাথা করছে। পাত্তা দিলাম না খুব একটা
২। যেখান থেকে হাটা শুরু করেছিলাম উপর থেকে তা
ভেবেছিলাম রাস্তাঘাট ফাঁকা থাকবে। কিন্তু কিসের কি সাঁই সাঁই করে গাড়ী খালি যাচ্ছিলই! তবে মহাখালী নিচ দিয়ে আক্ষরিক অর্থেই মহাখালি ছিলো(তুলনামূলক ভাবে)
৩। যার প্রমান
৪। প্রায় উঠে গেছি, ফ্লাইওভারের বাঁক
৫। একাকী হাটছি
৬। আশে পাশে দেখতে দেখতে
৭। দেখেন ফিউচার ডাক্তার বসে আছে
৮। নেমে যাচ্ছি প্রায়
৯।আবার উল্টো দিক থেকে শুরু
১০। একটুকরো শান্ত সবুজ
১১। দেখেন সাহেব কি মজে আছে
এভাবে শেষ হয়ে গেলো আমার ঘোরাঘুরি। খারাপ লাগেনি খুব একটা। আরেকদিন এভাবে রাগ করে একা একা ঘুরেছিলাম। এখন মনে হয় মাঝে মাঝে ছোট-খাটো ইচ্ছেগুলো এভাবে পুরন করলে খারাপ হয় না।
ধৈর্য্য ধরে এতক্ষন সাথে থাকার জন্যে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




