সুপ্রিয় দর্শক,চ্যানেল 'খাই' এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিয়া খাতুন।ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার চকর বালিখা।
-চকর,আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
-জ্বী সামিয়া।আমি এখন দাঁড়িয়ে আছি ICU এর ঠিক সামনে,যেখানে VICTIM কে রাখা হয়েছে।প্রচুর ভীড় এখানে।সবাই ধর্ষিতার পাশে দাঁড়াতে জড়ো হয়েছেন।আপনি হয়তো আমার ঠিক পেছনেই কাঁচ ঘেরা কক্ষে VICTIM কে দেখতে পাচ্ছেন......
-না,চকর।আমি আপনার পেছনে দেখতে পাচ্ছি বেশকিছু লোক ধাক্কাধাক্কি করছে ক্যামেরার ফ্রেমে থাকার জন্য।তারা এমনভাবে দাঁত বের করে হাঁসছে,মনে হচ্ছে বিয়ের দাওয়াতে এসেছে !!তো চকর ধর্ষিতার সর্বশেষ অবস্থা আমাকে জানান।
-ওকে সামিয়া,আমি এইমাত্র জানতে পেরেছি ধর্ষিতাকে দুধ খেতে দেয়া হয়েছে।
-চকর,দেশী গরুর দুধ নাকি বিদেশী গরু?
-সামিয়া,এটা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। নিশ্চিত হওয়া মাত্রই আপনাকে জানিয়ে দেব,সামিয়া....
-চকর,আপনাকে ধন্যবাদ।পরবর্তিতে আমরা আবার আসবো আপানার কাছে।
দর্শক এবার আমরা চলে যাবো বিরোধী দল BMP অফিসে।সেখানে আছেন আমাদের রিপোর্টার মফিজ।মফিজকার অবস্থা জানান
-সামিয়া,মহাসচিব আমাদের বলেছেন,এই সরকারের সন্ত্রাসী বাহিনী এটা ঘটিয়েছে.......সরকারের নানা ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরাতে তারা এটা ঘটিয়েছে।আপনারা জানেন এই সরকার ব্যর্থ।তাই তারা তত্ত্বাবধায়ক দিতে চায়না।আপনারা জানেন তত্ত্বাবধায়ক ছাড়া............
দর্শক এবার আমরা চলে যাবো সরকারি দলের অফিসে।সেখানে আছেন আমাদের রিপোর্টার কাশেম
-সামিয়া,এখানকার নেতারা আমাকে জানিয়েছেন,যারা সরকারকে ব্যর্থ দেখতে চায়,যারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায়,যারা এদেশে আবার জঙ্গীবাদ কায়েম করতে চায় তারাই এই ঘটনা ঘটিয়েছে।আমরা দ্ব্যার্থহীন কন্ঠে বলতে চাই,যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে..............
দর্শক এবার আমরা চলে যাবো প্রধানমন্ত্রীর দপ্তরে।ওখানে ব্রীফ করছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব
-সুপ্রিয় দেশবাসী,আপনারা জানেন ডেমরার কোনাবাজারে জামায়াত প্রতিষ্ঠিত একটা মসজিদ আছে।ধর্ষক ড্রাইভার ঐ মসজিদে একদিন আছরের নামায পড়েছে বলে জানা গেছে।সুতরাং এতেই পমাণিত হয়,ঐ জামাত শিবির চক্র এই ঘটনা ঘটিয়েছে..........
দর্শক আমরা চলে যাচ্ছি বিশিষ্ট নির্মাতা মোস্তফা খেলোয়াড় ফারূকীর কাছে।দেখি উনি কি বলেন-
-দেখুন আমি এই ঘটনাকে উপজীব্য করে 'ফাইভ পারসন সিঙ্গুলার গার্ল' নামে একটা ছবি বানাবো।
-নায়িকা পাবেন ?
-কেনো? শোনেন নি? নায়িকা ইরিনা বলেছেন,চরিত্রের(?) প্রয়োজনে উনি সবকিছু করতে রাজি.....
দর্শক এবার যাচ্ছি বিশিষ্ট খাস্তিক বমি রহমান শিয়াল এর কাছে।দেখি উনি কি বলেন-
-দেখুন নারীর "ইজ্জত" নামক বায়বীয় বস্তুটা আবিস্কৃত হয়েছে নারীকে গৃহবন্দি রাখার জন্য।আমরা এসবে বিশ্বাস করিনা।নারী দেহ আমার কাছে "এক টুকরা মাংস" এর বেশী কিছু মিন করেনা।এখানে আপনাকে দেখতে হবে ধর্ষক এবং ধর্ষিতার শ্রেণী সংগ্রামের ইতিহাস।মার্কসবাদের তত্ত্ব অনুযায়ী............
দর্শক এবার যাচ্ছি বনানীর আইয়ুব ভার্সিটিতে।এক আপুকে পেলাম।দেখি উনি কি বলেন-
-আল্লাহ,ভাইয়া.........আপনি ক্যামেরা নিয়ে আসছেন,দেখছেননা আমি রেডী না !!শুধু একটু ব্লাশ অন করেছি,আর একটু মাশকারা লাগিয়েছি।দেখেনতো ভাইয়া আই শ্যাডোটাই দিতে পারিনি।তবে ভাইয়া আমার লিপগ্লস টা দেখেন....আলিয়া ভাট এর মতো লাগছেনা ??ভাইয়া একটু দাঁড়ান -আমি একটু পার সোনা থেকে ঘুরে আসি।ভাইয়া দাঁড়ান,ভাইয়া.......
দর্শক এবার পেয়েছি ২ জন মেডিকেল ষ্টুডেন্ট।
-আচ্ছা ভাইয়া ১ জন মেডিকেল ষ্টুডেন্ট রেপড হলো।আপনারা কিছু করছেননা যে......
-কি বললেন ?জানেন আমি ফেসবুকে কততো বড়ো ষ্ট্যাটাস দিয়েছি,আর কতো কতো লাইক পড়েছে !!যান,আপনিও একটা লাইক দিয়ে আসেন !!!
আর শোনেন-এই দেশ একটা বজ্জাতের দেশ।থাকার কোনো মানে হয়? আমি যাচ্ছি PLAB এর বই আর DVD কিনতে।চলে যাবোো ENGLAND......
পাশে থাকা বান্ধবী--এই তুমি কি বললা !!! তুমি ENGLAND যাবা !! WHAT THE.......YOU KNOW আমি বাঙালী একদম TOLERATE করতে পারিনা !! LONDON এতো সব বাঙালী আর বাঙালী।যাও AMC এর বই কেনো !! গেলে AUSTRALIA তেই যাবো..............
সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায়
ফেসবুক হতে সংগ্রহিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



