তোমার জন্য আজ সারা আকাশ মেঘলা করে বৃষ্টি নামাব
অবিরাম বর্ষণে ভিজিয়ে দেব হ্রদয়ের শুকনো প্রান্তর !!
তোমার ছোট্র ডিঙ্গিটায় করে আলত হাতে ঢেউ তুলে যেও;
আমার অগভীর নদীটায় । আমি শুধু অজস্র জলরাশি দেব ।
এক
এক ফোটা জল আকাশ বেয়ে
নামল কদম গাছে
মেঘলা মনের উদাস দু'চোখ
ডাকল যেন কাছে ।
আর কেউ নয় তোমায় ভীষন
টানছে জলের ধারা
একলা আমি কদম হাতে
ভিজে পাগল পারা ।
মাতাল বর্ষণে শুধু তোমাকে ভেজাব বলে,
হ্রদয়ে ধারন করেছি একটি আস্ত বর্ষাকাল !!
শ্রাবণের ধারায় দু'জন কল্পনায় ভিজেছি বহুবার ।
একবার তবে বাস্তবতার আলোয় হোক বর্ষা বিলাস ।
দুই
জানাল দিয়ে আকাশ ডাকে
বৃষ্টি ভেজা প্রান্তরে
ফুটবে এবার হাজার কদম
তোমার আমার অন্তরে !
শুভ হোক বর্ষা বিলাস । আর সবার হ্রদয় ছেয়ে যাক অজস্র কদমে । ভালবাসা আজ কদম হয়ে যাক । ভিজিয়ে দিক পিপাসিত মন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




