
শুনেছি ভারতে নাকি একবার চিনির দাম অনেক বেড়ে গিয়েছিল। পরে ওই দেশের কোন নেতা নাকি সবাইকে আহবান করছিল, ১০ দিন (বেশী কম হতে পারে) চিনি না খাওয়ার জন্য।
ব্যাস, কাজ হয়ে গেল। সবাই ওই নেতার কথা মত চিনি খাওয়া বন্ধ করে দিল। যা হওয়ার তাই হল। যারা চিনি গুদামজাত করে জনগনের দুঃখ, দুর্দশা বাড়িয়ে চিনির দাম বাড়িয়েছিল, তাঁদের চিনি নষ্ট হওয়া শুরু হল।
ওদিকে, চিনি নষ্ট হচ্ছে দেখে গুদামজাত কারীরা চিনির দাম কমাতে বাধ্য হল, সবার সম্মিলিত চেষ্টায় সবার দুঃখ লাগব হল, পাশাপাশি যারা অবৈধ ভাবে দাম বাড়িয়ে জনগণকে কষ্ট দিচ্ছিল, তাঁদের ও শিক্ষা হল।
পহেলা বৈশাখ উপলক্ষে যারা জনগণকে জিম্মি করে, ৫০০ টাকার ইলিশ মাছ ৫০০০ টাকায় বিক্রি করছে, তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনি সময়।
ইলিশ মাছ ছাড়া বৈশাখ হবে না, এই ধারনা থেকে আমাদের এখনি বেরিয়ে আশার সময়।
পহেলা বৈশাখ এ ইলিশ মাছ খাওয়া স্মার্টনেস না, আমাদের সংস্কৃতি ও না। তাহলেই ইলিশ মাছ গুটিকয়েক মানুষের মাছ না হয়ে ( আড়াই কেজি ওজনের একটা ইলিশ মাছ ১৬০০০/= হাজার টাকায় ) সর্বসাধারণের মাছ হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




