এই তিনটা জিনিস ডক্টর মোহম্মদ ইউনুসের সর্বাগ্রে করা দরকার:
১. রাজপথে শহীদ মিনারে ছাত্র-জনতার সামনে, বিপ্লবী ছাত্র-জনতার বিপ্লবের আনুষ্ঠানিক বিজয় ঘোষণা করে, জনগনের সার্বভৌম ক্ষমতার বলে সরকার প্রধান হিসাবে শপথ গ্রহণ করুন। বিজয় অনুষ্ঠান বঙ্গভবনে গুটিকয়েক মানুষের মধ্যে আটকে থাকতে পারে না। চুপ্পুকে পদত্যাগের নির্দেশনা দেন।.
২. জনতার সামনে আন্দোলনে নিহত আর আহতদের জাতীয় বীর ঘোষনা করুন। নিহতদের পরিবারের ভরণ-পোষনের দায়িত্ব নিন এবং আহতদের সুচিকিৎসার অঙ্গীকার প্রদান করুন।
৩. সারাদেশের সব মানুষের সাথে কথা বলে এবং প্রবাসীদের সাথে দূতাবাসগুলোর মাধ্যমে কথা বলে, সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করে, মানুষ কী চায়, দেশের কী কী সংস্কারের আকাঙ্খা মানুষ পোষন করছে, এই বিপ্লব মানুষকে কী স্বপ্ন দেখাচ্ছে সেটা লিপিবদ্ধ করুন। সারাদেশে ভোটের মত অথবা শুমারির মত এই কাজটা শুরু করুন।