
কালো অন্ধকারে ঘিরেছে চারপাশ
সময় টা এখন থমকে আছে দেয়ালে
ফিরে তাকাবার ইচ্ছে নেই আর,
অবশেষে তুমি হারালে।
ফিরবো না আমি আর,
তোমার নিশ্বাসে,
সরে যাবো আরো দূরে,
ভাঙ্গা বিশ্বাসে!
বলেছিলাম রাখবো মনে সবসময়
তাও ভুলে যাওয়াটাই কি সত্য নয়?
তুমি মানেই এখন পুরোনো এশট্রে,
এই মহাকালে তুমি পুরোটাই মিথ্যে!
ফিরবো না আমি আর,
তোমার নিশ্বাসে,
সরে যাবো আরো দূরে,
ভাঙ্গা বিশ্বাসে!
রঙতুলিতে!
ভুলছবিতে!
আকবো না ছবি আর,
পুরোনো ক্যানভাসে!
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


