অবশ মন, বিবশ অনুভূতি!
ছুবি কি তুই আমাকে!
তোর মনের গহীন কোন এক কোণে,
জায়গা কি দিবি লোকচক্ষুর অন্তরালে!
মাঝে মাঝে না হয় বের করে দেখলি,
হাতে নিয়ে নেড়ে চেড়ে, আলগোছে;
বুলিয়ে দিলি মিষ্টি করে তোর নরম হাতে, কিংবা দেখলি আমায়
সজল কালো চোখটা মেলে!
অজানা কোন নামে ডাকলি আমায় আলতো করে,
সঙ্গোপনে নীরবে নিভৃতে;
কিংবা এলোমেলো করে দিলি চুলগুলো আমার,
কানের কাছে ফিসফিসিয়ে বললি ভালোবাসি!
রেখে দিস আবার সযতনে, ছিলাম যেথায়
চুপটি করে, আলতো করে;
শুধু যাস না ভুলে, জমতে দিস না ধুলো,
স্মৃতির জঠরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


