এই ব্লগে এটাই আমার প্রথম লেখা। আমার এই ব্লগে আসার /লেখার উদ্দেশ্য মূলত আপনাদের নিকট থেকে ইতিহাস, প্রযুক্তিসহ আমার প্রিয় বিষয়গুলো আরো ভালোভাবে জানা আর বাঁধ ভাঙার আওয়াজ এর সাথে নিজেকে সম্পৃক্ত করা।
চীন এর বিখ্যাত সমরবিদ সানজু আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে "The Art of War" , যা এখনও পর্যন্ত রনকৌশল বিষয়ক শ্রেষ্ঠ রচনা বলে সমাদৃত, সেখানে তিনি বলেছেন, " তুমি যদি নিজের সামর্থ্য সম্পর্কে জান, নিজের দূর্বল দিকগুলো জান, তাহলে যুদ্ধে তোমার জয়ী হবার সম্ভাবনা শতকরা ৫০ ভাগ" । তাঁর এই কথা যে শুধু যুদ্ধক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয়, এটি আমাদের জীবনযুদ্ধের জন্যও সমভাবে প্রযোজ্য।
এই উদ্দেশ্য সামনে রেখেই আমার নিজেকে জানার প্রচেষ্টা । এই ব্লগে আমি নিজেকে জানো এই নিক ব্যবহার করব। আপনাদের সবার সহায়তায় নিজেকে আশা করি আরো ভালভাবে জানতে পারব।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



