নিজের পায়ে কুড়াল মারা ছাড়া আর কি!!!
যে আওয়ামী সরকার বিএনপি'র একটা মহাসমাবেশকে কেন্দ্র করে গত ৩দিন ধরে প্রশাসন, পুলিশ, র্যাব ,বিজিবি, দলীয় ক্যাডার বাহিনী ব্যবহার ঢাকা শহর তথা সারা দেশকে নিজেই অচল বা সাধারণ মানুষকে জিম্মী করে ফেলেছে।
আর তার অধীনেই আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে? এই বিশ্বাস বা আস্থা আপনারা রাখতে পারলেও আমি পারছি না।
সুতরাং যা হবার হবে তবে আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে....
সরকারের অমানবিক ও স্বৈরাচারী আচরণ ও সিদ্ধান্তে গতকাল ও আজ রাস্তায় সাধারণ মানুষ যা কষ্ট করেছে তা করা কি খুব দরকার ছিল।
ক্রমেই এ আওয়ামী সরকার তার বাকশালী হিংস্র নখ ও দাঁত বের করছে আর তাতে আমরা সাধারণ মানুষ ধীরে ধীরে আক্রান্ত হচ্ছি....
তাই এ কথায়
তত্ত্বাবধায়ক সরকার চাই!
তত্ত্বাবধায়ক সরকার চাই!!
তত্ত্বাবধায়ক সরকার চাই!!!
কোন আপোষ নাই.......
কোন আপোষ নাই.......
কোন আপোষ নাই.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


