২৮ তারিখে ঢাকা শহর লোকে লোকারন্য হয়ে যাবে - মাহ সমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে। একটু কৌতুহল থেকে কত মানুষ সেই সমাবেশগুলোতে আসতে পারে তার একটা ধারনা পেতে চাইলঅম। সেইটা আপনাদের সাথে শেয়ার করি।
গুগোল আর্থ দিয়ে এলাকার আয়তন মাপে দেখলাম এই রকমঃ
১) নাইটেঙ্গল মোড় থেকে সাকূলর রোড পর্যন্ত রাস্তা এবং ফুটপাতঃ ২৫,০০০ বর্গ মিটার -তাতে সর্বোচ্চ লোক ধারন করার ক্ষমতা হলো ১,১০,০০০
২) জিরো পয়েন্ট থেকে গুলিস্তানের মোড় পর্যন্তঃ ২০,০০০ বর্গফুট - তাতে লোক ধরে ৯০,০০০
(হিসাবটা করা হয়েছে হার্বাড জ্যাকব (১৯৬০) এর সমাবেশে জনসংখ্যার প্রক্কালন পদ্ধতি ব্যবহার করে।
এখানে দুইটা বিষয় লক্ষ্যনীয় - যদি উল্লেখিত এলাকার বাইরেও লোক সমাগম হয় তারপরও কোন সমাবেশে ২ লক্ষের বেশী মানুষ হবে না। তার মানে ২ কোটি বসতির ঢাকার থেকে ২ লক্ষ মানুষও সমাবেশগুলোত যায় না - যে কারনে শহরের বাইর থেকে লোক যারবাহনে করে নিয়ে আসতে হয়। এই কারনে বলা যায় -
১) রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচীতে সাধারন মানুষদেন সম্পৃক্ত করতে পারছে না বা হচ্ছে না।
২) রাজনৈতি দলগুলো এই কর্মসূচীল পিছনে প্রচুর অর্থ ব্যয় করছে - যা কেউ না কেউ বিনিয়োগ হিসাবে বিবেচনা করবে এবং এই বিনিয়োগ দূর্নীতকে আর গভীরে নিয়ে যাবে। কারন রাজনৈতিক বিনিয়োগ থেকে মুনাফা করার জন্যে দূর্নীতিই একমাত্র পথ।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




