ইতিহাসে নূতন কিছু যোগ হল।
সরকারি দলের সমর্থক ' মিডিয়া কু হয়েছে, টাকার খেলা চলেছে, কিছু কেন্দ্রে কারচুপি হয়েছে আর কিছু কেন্দ্রে করার চেষ্টা করা হয়েছে- তাই তারা সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করেছেন'
বিরোধী দলের সমর্থক ' নির্বাচন ১০০% নিরপেক্ষ হয়েছে, কিছু কিছু কেন্দ্রে সরকার সমর্থিতরা গণ্ডগোল করার চেষ্টা করেছিল, কিন্তু বীর জনতা প্রতিহত করেছে, সরকার এত নিরপেক্ষ নির্বাচন করার পিছনে গভীর ষড়যন্ত্র করছে, কারচুপির কোন সুযোগ না থাকায় তারা ভবিষ্যতে কারচুপির ষড়যন্ত্র করছে'
হারলে বলত কারচুপি করছে, আর এখন জিতে যাচ্ছে বলে বলছে ফান্দে ফালাচ্ছে ...... হায়রে মানুষ নিরপেক্ষতার এ পুরস্কার! সত্যি বিচিত্র বাংলাদেশের মানুষ। এরা শুধু বুটজুতা আর রাইফেলের ভাষা বুঝে, অন্য কিছু না!
ভাই ভাল কাজের প্রশংসা করতে শিখুন, ভেজাল খাইতে খাইতে আর ভেজাল করতে করতে পুরা ভেজাল হয়ে গেছেন। B+
বাংলাদেশের ইতিহাসে নূতন কিছু উপহার দিল এ সরকার, দুঃখিত নিরপেক্ষ সরকার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



