আমার বাসার ব্রড ব্যান্ড কানেকশন এ সামু এর লিঙ্ক দিলে মোটামুটি অপমানজনক একটা ব্যাপার হয়। লেখা আসে ফরবিডেন
কার্জন হল নিয়ে একটা লেখা দিব ভেবেছিলাম। অনেক গুলা ছবি সংগ্রহে ছিল (তোলা ছবি)। সেটা আর দিতে পারলাম না বিরাট আফসুস
ভার্সিটি তে এসেছিলাম কাজে। সেখান থেকে ফজলুল হক হলের এক বন্ধুর রুম থেকে পোস্টটা লিখছি। বাসার সামুবিহিন জীবন কিছুটা বিরক্তিকর। সারা জীবন এইসব আফসুস আমার সঙ্গী।
হোম কমফোর্ট এর কারনে নিজের বাসার ইন্টারনেট ছাড়া রম্য রচনা আর অন্যান্য পোস্ট দেওয়া সম্ভব না। কাজেই বড় অসহায় এবং আফসুসময় জীবন কাটাচ্ছি বর্তমানে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




