অনেকে অনেক কথা বলছেন, মুভিটি দেখার জন্য খুজে বেড়াচ্ছেন হয়ত কেউ কেউ। কিন্তু আমি মুভিটি দেখার পক্ষে না। আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মাদ (স) কে একটি বার দেখবার ব্যকুলতা সকল মুসলিম হৃদয়ে বিদ্যমান। কিন্তু আমরা যারা তাঁকে দেখিনি, যখন তাঁর কথা ভাবি কোন স্পষ্ট চেহারা মনে ভসেনা। হয়ত আবছা একটি পবিত্র চেহারার কল্পনা মনের মধ্যে থাকে। শুনেছি মুভিটিতে আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মাদ (স) চরিত্রে কেউ একজন অভিনয় করেছে।
কিন্তু একবার ভেবে দেখুন এই মুভিতে ঐ লোকটাকে দেখলে পরবর্তী সময় যখন আপনি আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মাদ (স) কে মনে করবেন, তখনই ঐ অভিনেতার চেহারা মনে চলে আসতে পারে। যা খুবই ভয়ের ব্যপার এবং দুঃখ জনক।
তাই এই মুভি দেখে ‘মনের মধ্যে প্রিয় নবীজি (স) এর চেহারা’ যাতে নিজের অজান্তে প্রভাবিত অথবা কলুষিত না হয় এ কারনে মুভিটি দেখা থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। আর যারা দেখে ফেলেছেন তারা ভুলে যাওয়ার চেষ্টা করলে ভাল হয় যদি মনে চলে আসে। জানার ইচ্ছা থাকলে কাহিনীটি পড়ে জানা জেতেই পারে সরাসরি না দেখে এবং প্রতিবাদ করা যেতে পারে শুধু পড়ে জেনে।
আমি নিজেকে একজন সাধারণ মানুষ মনে করি, সীমিত বুদ্ধিমত্তায় যা মনে হয় বললাম। এটা একান্তই বাক্তিগত একটি চিন্তাধারা। ভুল হলে ক্ষমা করবেন। আর যদি মনে করেন ঠিক বলেছি তাহলে ভাবনা এবং লেখাটি শেয়ার করতে পারেন। আমি চাই আমার প্রিয় নবী হজরত মুহাম্মাদ (স) এর পবিত্র চেহারা আমার মনের মধ্যে হেফাজতে থাকুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


