| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যাবি তুই আমার সাথে?
অচীনপুরে ?
স্বপ্নগুলো যেথায় ভাসে
মেঘের খাজেঁ, নীলের ভাজেঁ।
সেই সেখানে, যেখানে তোর
কষ্ট গুলো রোদ্রৌ পুড়ে-
দুঃখ গুলো এক নিমিষে
হাওয়ার সাথে যাবেই উড়ে।
সেখানেতে নদীর পাড়ে অনেক আশা
বাধঁবো সেথায় দূজন মিলে ছোট্ট বাসা।
দূজন সেথায় কাজের ফাকেঁ
নদীর বাকেঁ-
বসবো পাশে নরম ঘাসে।
আলতো করে হাতটা ধরে বলবো তোরে
থাকবি তো তু্ই এমনি করে আমার হয়ে?
আবার আমায় শূন্য করে যাবিনা বল আর দূরে?
হঠাৎ যদি মেঘলা হাওয়ায় আচঁল উড়ে
দুচোখেতে কাজল পরে, বলবো তোরে
চলনা দূরে, ঐ সুদূরে
বনের পরে, মাঠের পরে, নদীর পরে
ঐ যেখানে সারাজীবন বৃষ্টি পড়ে।
ভিজবো সেদিন দূজন মিলে অনেক করে
বৃষ্টিজলে ঝাঁপসা সুরে-
যাবেই ধুয়ে
বুকে গাথাঁ
জমিয়ে রাখা সকল ব্যথা।
সাঝেঁর বেলায় জোৎস্নানীলে
দূজন মিলে
চন্দ্রজলে অচীনসুরে,
বাধঁবো আবার স্বপ্নকথায় নতুন আশা
তুই, আমি, আর আমাদের সেই ভালবাসা।
:
:
:
- কবিতার সেই জায়গাটা বাস্তবে হয়তো নেই। তবে সেই অচিনপুরে যাবার স্বপ্নটা নিয়েই চলে যেতে চাই পৃথিবী থেকে। কারন আমি জানি সেখানে পাপ নেই, হারাবার ভয় নেই, নেই একাকীত্বতার কঠিন অভিশাপ।
:
:
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩০
রিপি বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকেও অনেক অনেক । ![]()
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৩
জনৈক অচম ভুত বলেছেন: কবিতা ভাল হয়েছে। কবিতার বাইরের এই লাইনটা বেশি ভাল লাগল-
আমি জানি সেখানে পাপ নেই, হারাবার ভয় নেই, নেই একাকীত্বতার কঠিন অভিশাপ। ![]()
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২
রিপি বলেছেন: আপনার সাথে আমিও একমত। ![]()
ধন্যবাদ আপনাকে।
৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
রিপি বলেছেন: ধন্যবাদ জানবেন। ![]()
৪|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩
শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কবিতা ।ভালো লাগলো
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪০
রিপি বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগলো। ধন্যবাদ জানবেন। ![]()
৫|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬
স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: সাঝেঁর বেলায় জোৎস্নানীলে
দূজন মিলে
চন্দ্রজলে অচীনসুরে,
বাধঁবো আবার স্বপ্নকথায় নতুন আশা
তুই, আমি, আর আমাদের সেই ভালবাসা।
উপরের লাইন গুলো সত্যিই অসাধারণ! হৃদয় নিংরানো! ধন্যবাদ। কল্পনায় ভেলায় ভেসে এগিয়ে চলেন দুরন্ত গতিতে...........।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৯
রিপি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমিও অনেক অনেক আনন্দিত। পাশেই থাকুন। ![]()
৬|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার মোহময়তায় ঘেরা লেখা। অনেক অনেক ভাল লাগল।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪২
রিপি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমি অনেক আনন্দিত। ধন্য্যবাদ জানবেন। ![]()
৭|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
অন্তঃপুরবাসিনী বলেছেন: আপু কবিতা ভালো লেগেছ। ![]()
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৩
রিপি বলেছেন: আপনার ভাল লেগেছহে জেনে আমার ও অনেক ভালো লাগছে। ![]()
শুভেচ্ছা জানবেন। ![]()
৮|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
আরজু পনি বলেছেন:
ছন্দময় উপস্থাপন ভালো লাগলো, রিপি।
---------
ব্লগে "রিকি" নামে একজনব্লগার আছেন। আপনার নিকটা চোখে পড়লে বারবারই "রিকি"র কথা মনে পড়ে যায় ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৭
রিপি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমি আনেক আনন্দিত আপু।
আশা করছি রিকি নামের সে্ই ব্লগারের কাছে আপনার বানী পৌছেঁ যাবে। ![]()
৯|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫
বিজন রয় বলেছেন: সাঝেঁর বেলায় জোৎস্নানীলে
দূজন মিলে
চন্দ্রজলে অচীনসুরে,
বাধঁবো আবার স্বপ্নকথায় নতুন আশা
তুই, আমি, আর আমাদের সেই ভালবাসা।
দারুন রোমান্টিক।
+++++
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
রিপি বলেছেন: আরিব্বাবা প্লাস.!!. আমার এ কবিতায় এওগুলি প্লাস পেয়ে অনেক খুশী হয়ে গেলাম সাথে অনুপ্রাণিত। অনেক ধন্যবাদ জানবেন। ![]()
১০|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ্ অনেক চমৎকার কবিতা ছন্দময় মধুর স্বপ্ন আঁকা। ভাল লাগা শতত।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫১
রিপি বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ![]()
১১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯
সুমন কর বলেছেন: ছন্দময়। ভালো হয়েছে।
টাইপে সচেতন হতে হবে।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৬
রিপি বলেছেন: হুম আমিও এখন সেটা বুঝতে পারছি । আশা করছি এরকম পাশে থেকে ভুল এুটি দেখিয়ে দিবেন। অনেক অনেক ধন্যবাদ জানবেন। ![]()
১২|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৪
দেবজ্যোতিকাজল বলেছেন: না , ভাল লিখেছ ,,,,,লিখে যাও
০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৪৭
রিপি বলেছেন: অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ জানবেন। ![]()
১৩|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
বনমহুয়া বলেছেন: আপনার এ কবিতা আমার অনেক ভালো লেগেছে।
০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৪৬
রিপি বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগছে আমার। এই সাথে জানিয়ে দেই যে, আমি আপনার লেখার একজন দারুন ভক্ত। আপনার জন্য অনেক শুভেচ্ছা। ![]()
১৪|
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে । চন্দ্রবিন্দুগুলো সরে গেছে ।
০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৪৩
রিপি বলেছেন: ধন্যবাদ। আমি ভুল গুলি ঠিক করে নেবার চেষ্টা করবো। শুভেচ্ছা জানবেন অনেক। ![]()
১৫|
১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৬
রুদ্র জাহেদ বলেছেন: সাঝেঁর বেলায় জোৎস্নানীলে
দূজন মিলে
চন্দ্রজলে অচীনসুরে,
বাধঁবো আবার স্বপ্নকথায় নতুন আশা
তুই, আমি, আর আমাদের সেই ভালবাসা।
অনবদ্য।খুব ভালো লাগল আপুনি
১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৯
রিপি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ![]()
১৬|
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫০
রাফা বলেছেন: পল্লিকবি জসিম উদ্দিনের একটু ছায়া পেলাম মনে হয়।
তুমি যাবে ভাই আমাদের ছোট গাঁয়।চমৎকার লাগলো।
ধন্যবাদ ,রিপি।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৩
রিপি বলেছেন: এত বড় মাপের একজন কবির সাথে কি রিপির তুলনা হয় রাফা ভাইয়া। কবিতা ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন। ![]()
১৭|
২০ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৬
আরকিস মল্লিক বলেছেন: খুবই ভালো হয়েছে কবিতাটা।
" দূজন সেথায় কাজের ফাকেঁ
নদীর বাকেঁ- " এখানে দুজন বানানটা ভুল আছে শুধু।![]()
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
রিপি বলেছেন:
বানানে আসলে আমার অনেক ভুল হয়। ধন্যবাদ বিষয়টি খেয়াল করার জন্য। ভালো থাকুন। ![]()
১৮|
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩
উদাসী স্বপ্ন বলেছেন: ব্লগে দেখি কবির সংখ্যা যেকোনো সময়ের চেয়ে বেশী এবং আশ্চর্য্যজনক ব্যাপার হলো প্রায় সবাই ভালো কবিতা লেখে। ভালো কবিতা লেখার রহস্য কি একটু জানান
০৩ রা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৬
রিপি বলেছেন: কমেন্ট পরলাম আর হাসলাম। কোথায় যেন পড়েছিলাম কাকের চেয়ে এখন কবির সংখ্যা বেশী।
:
ভালো কবিতা লেখার রহস্য কি একটু জানান
ভালো মানুষের কাছে উপদেশ চাইলেন দেখি হাহা।
তবু বলছি কবিতা পড়েন সবার...
আর আপনার যা বুদ্ধি রে বাব্বা.....। তার থেকে একচিমটি নিলেই দেখবেন সেরাম কবিতা লিখে ফেলেছেন।
:
:
১৯|
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
চমৎকার।
সারাজীবন বৃষ্টি পড়লে মন্দ হতো না।
০৩ রা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪২
রিপি বলেছেন:
হুম ঠিক বলেছেন রাজপুত্র। তবে সারাজীবন বৃষ্টি পড়লে তখন আপনি সুর্যের প্রেমে পড়তেন আর সারাদিন সুর্য নিয়ে কবিতা লিখতেন। ![]()
২০|
০৩ রা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৮
উদাসী স্বপ্ন বলেছেন: আমি যে কারো কবিতাই পড়ি না এটা কিন্তু কেউ ধরতে পারে না
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯
রিপি বলেছেন: জ্বী জানি জানি। আপনি কবিতার চেয়ে কাকদের কেই বেশী পছন্দ করেন তাই কবিতা লিখতে পারছেন না । ![]()
২১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২২
ভবোঘুরে বাউল বলেছেন: প্লাস তো পাবেনই। সাথে ২ কাপ চা। টিএসসি তে চায়ের দাওয়াত। গাড়ি ভাড়া নাহয় আমিই দিয়ে দেবো! ![]()
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩১
রিপি বলেছেন:
মোট চার কাপ হলো। মনে রাইখেন কিন্তু।
আর হ্যা প্লাস এর জন্য ধন্যবাদ। ![]()
২২|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৯
ভবোঘুরে বাউল বলেছেন: মনে আছে! মোট ৪ কাপ হইছে! ![]()
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২২
রিপি বলেছেন:
....
![]()
২৩|
০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬
রাজসোহান বলেছেন:
সেখানেতে নদীর পাড়ে অনেক আশা
বাধঁবো সেথায় দূজন মিলে ছোট্ট বাসা।
এতো প্রেম!
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮
রিপি বলেছেন:
প্রেম শুধু আপনাদের কবিতায় থাকবে তাইনা !!! হুহ ![]()
২৪|
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
রাজসোহান বলেছেন: আমি কবে প্রেমের কবিতা লিখলাম ![]()
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯
রিপি বলেছেন:
আপনার কবিতায় ভালোবাসা আর ছ্যাঁকা ছাড়া কিছু দেখিনাতো।
ও্ হ্যা এসব ছাড়াও ভয়ঙ্কর কিছু ছবিও দেখা যায় আপনার লেখার সাথে। ![]()
২৫|
১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
রাজসোহান বলেছেন: কবিতায় ভালোবাসা নাই, ছ্যাঁকাও নাই। যা লিখি এগুলো মানসিক বৈকল্যতার লক্ষণ, ছবিগুলাও তাই ![]()
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০১
রিপি বলেছেন:
মানসিক বৈকল্যতার লক্ষণ.. খারাপ বলেন নাই। যে রুগী নিজের রোগ সম্পর্কে সচেতন সে রুগী হলো জিনিয়াস রুগী।
চলতে থাকুক রুগীর কলম। আর আমরা কমেন্ট দিয়ে পোস্ট হিটাইতে থাকি। ![]()
২৬|
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৪
রাজসোহান বলেছেন: হ্যালো।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০২
রিপি বলেছেন: হ্যালু্ হ্যালু ![]()
২৭|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭
রাজসোহান বলেছেন: হাই।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮
রিপি বলেছেন: হ্যলালু হ্যালু হাই হ্যালু। ![]()
২৮|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০
রাজসোহান বলেছেন: হিট দিতাছি ![]()
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩
রিপি বলেছেন: ভুল পুস্ট এ হিটান কেন? ![]()
২৯|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫
রাজসোহান বলেছেন: এই কদিন কই ছিলেন? ব্লগে আসেন নাই, বেশী বিজি নাকি ক্লাস নিয়ে?
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২
রিপি বলেছেন:
আসছিলাম তবে বেশিক্ষন ছিলাম না। তাই দেখা হয়নি। ![]()
৩০|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
রাজসোহান বলেছেন: সঠিক পোষ্ট কোনটা?
নতুন লেখা দেন, নতুন পোষ্টে হিটাই ![]()
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১
রিপি বলেছেন:
হুম এখন দেখি একটা পুস্ট দিতে হবে। আচ্ছা পু্স্ট হিট হওয়ার তারিকা নিয়ে কিছু পুস্টান গিয়ান বাড়াই। ![]()
৩১|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩
রাজসোহান বলেছেন: আমার আলাদা কইরা পুষ্ট দেয়া লাগবেনা, হিট বাড়ানোর তারিকা নিয়া শয়ে শয়ে পুরান পোষ্ট আছে ব্লগে। লিঙ্ক লাগবে? ![]()
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭
রিপি বলেছেন:
আপনে পুপা লোক !! এতু কিছু জানেন বাব্বা। ![]()
৩২|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
রাজসোহান বলেছেন: এই পোষ্টগুলো পড়লে হিট মাষ্টার হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র
হিট বাড়ানোর সহজ উপায়!!!
অল ইন ওয়ান ফর্মূলা : কিভাবে নিজের পোষ্টে হিট এন্ড কমেন্টের বন্যায় ভাসিবেন
(একটি জনস্বার্থে নিবেদিত T2রিয়াল)
বর্তমান সময়ের হিট হওয়ার কিছু পোষ্টের ধরন ![]()
কিভাবে হবেন একজন হিট ব্লগার? জেনে নিন, হিট হওয়ার সহজ পদ্ধতি গুলো কি কি?
পোস্ট হিট খাওয়ানোর কিছু তরিকা
)
আজ থেকে আপনিও হয়ে যান হিটম্যান। হিট হিট আর হিট।আপনার ব্লগে থাকবে এখন খালি হিটের ছড়াছড়ি ![]()
হিট ব্লগার হতে চান ? ভর্তি হবেন নাকি সামু কোচিং সেন্টারে ??? আসন সীমিত কইলাম
(পোষ্ট মিসাইলে ভর্তি হওয়ার সুযোগ হারাতে পারেন )
![]()
লেখা হিট হওয়ার ১০ টি গুরুত্বপুর্ণ ধাপ
![]()
আপনার পোষ্টকে কি ভাবে হিট ও জনপ্রিয় করবেন, কি ভাবে লাইক পাবেন এবং কি ভাবে র্নিবাচিত পাতায় স্থান পাবেন।
যৌবন আর ব্লগের হিট সারাজীবন থাকে না
)
একটি হিট পোষ্টের রেসিপি ![]()
হিট পোষ্টের কতিপয় আইটেমঃ চেষ্টা করে দেখতে পারেন
![]()
যে সব শিরোনামে পোষ্ট দিলে পোষ্ট অবশ্যই হিট হবে(হিট সিকারদের জন্য অবশ্য অবশ্য পাঠ্য)
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪
রিপি বলেছেন:
ওহ মাহ গড !!!! এগুলা কৈ থেকে জোগাড় করলেন!!!
তাইতো বলি কেমনে আপনার পুস্ট এতু
হিট খায়!!
৩৩|
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২
রাজসোহান বলেছেন: আমার ব্লগ আগে থিকাই হিট, এইটা কি আমার দোষ?
![]()
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪
রিপি বলেছেন: এত তারিকা জানলে হিট তো হবেই।
আর আপনার লেখা কিন্তু চমৎকার। হিট খাবার দাবী রাখে। ![]()
৩৪|
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
রাজসোহান বলেছেন: আপনিও অনেক সুন্দর লিখেন। এই কবিতাটা চমৎকার, আমি বেশ কয়েকবার পড়েছি।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬
রিপি বলেছেন:
আরিব্বা শুনে কিন্তু মহাখুশি হয়ে গেছি আমি। ![]()
৩৫|
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৭
পুলহ বলেছেন: কবিতার শুরুর দিকটা চোখে স্বপ্ন-কাজল পরিয়ে দেবার মতন সুন্দর...
কবিতায় ভালোলাগা আর কবির প্রতি শুভকামনা।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭
রিপি বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দরভাবে কমেন্ট করার জন্য। ![]()
৩৬|
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
রাজসোহান বলেছেন: শুভ নববর্ষ। সবকিছুতে ভালো থাকুন। ![]()
১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
রিপি বলেছেন:
নববর্ষের অনেক শুভেচ্ছা ভাইয়া আপনাকেও ।
![]()
৩৭|
১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
রিপি বলেছেন:
বর্ষার সাথেও দেখি চাঁদ মিঞার ভালু পরিচয়।
![]()
৩৮|
১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
ইমরাজ কবির মুন বলেছেন:
ei ektu khoj khobor rakha Lage r ki, noyto rag kore ![]()
১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
রিপি বলেছেন:
বাহ বেশ তো।
তো জলিল আপু জানে তো ? ![]()
৩৯|
১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
ইমরাজ কবির মুন বলেছেন:
apu ki?
Sir JaLiL becara sobsomoy byasto thaken. amar sathe goLpo gujob kore Madam ektu refreshed hon, ete uni amar proti kritoggo ![]()
১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
রিপি বলেছেন:
আরেহ বাহ
আচ্ছা এখন উঠতে হবে। ক্যাচ ইউ লেটার।
পরীক্ষার জন্য প্রিপারেশন নেন। ![]()
৪০|
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৩
উদাসী স্বপ্ন বলেছেন: ফটুকের জলাশয়ডা গোটল্যান্ডের চারপাশে বাল্টিক লেকটা না?
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪
রিপি বলেছেন: হু থিকি ধরছেন তো। মনে হচ্ছে জায়গাটা সম্পর্কে বিশাল এক্সপেরিয়ান্স আছে। ![]()
৪১|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪
খায়রুল আহসান বলেছেন: সুন্দর, রোমান্টিক কবিতা। বেশ ভাল লেগেছে।
বেশ কিছু টাইপো রয়েছে। সম্পাদনা করে নিলে ভালো হয়।
বেশ কিছু মন্তব্য ও তার উত্তর ভাল লেগেছে।
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯
রিপি বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
৪২|
১২ ই মে, ২০১৬ রাত ২:১১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরে!! আপনার অন্য লেখা গুলো কই? ![]()
১৬ ই মে, ২০১৬ রাত ১২:৩৭
রিপি বলেছেন: বিদায় দিয়েছি। ![]()
৪৩|
১২ ই মে, ২০১৬ ভোর ৬:৪৫
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । ++
১৬ ই মে, ২০১৬ রাত ১২:১৩
রিপি বলেছেন: ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো। অনেক ধন্যবাদ নীলপরি।
৪৪|
১৩ ই মে, ২০১৬ রাত ৯:২৬
লাল আমস্ট্রং বলেছেন:
-
আরে আপনারাও দেখি চানমামা নিয়া পদ্য আছে।
১৬ ই মে, ২০১৬ রাত ১২:১৬
রিপি বলেছেন: হম চানমানা আমার প্রিয় মানুষ। আপনার ও আছে নাকি মামা কে নিয়ে পদ্য !!!!
৪৫|
১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
সজিব। বলেছেন: কেমন আছেন রিপি?
১৬ ই মে, ২০১৬ রাত ১২:১২
রিপি বলেছেন: আমি ভালো আছি সজিব। আপনি কেমন আছেন?
৪৬|
১৬ ই মে, ২০১৬ সকাল ১১:০৫
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায়++++++
১৭ ই মে, ২০১৬ রাত ১:২৬
রিপি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
৪৭|
১৭ ই মে, ২০১৬ রাত ২:১৭
ডঃ এম এ আলী বলেছেন: এই যাবি তুই আমার সাথে?
অচীনপুরে ?
স্বপ্নগুলো যেথায় ভাসে
মেঘের খাজেঁ, নীলের ভাজেঁ ।
অচীনপুরে যাওয়ার জন্য
সাথী কাওকে পাইনি তাই
ঘোড়ায় চেপে মেঘের খাজেঁ
নীলের ভাজেঁ অচীনপুরে গিয়ে
একাই মোহন বাশী
বাজিয়ে আসলাম আর
বাশীর সুরে কবিতাটি
পড়লাম ভালই লেগেছে ।
অচীনপুর সত্যিই আছে
মহিশুরের বৃন্দাবন গার্ডনে।
পথ চিনিয়ে দিতে পারি
নীচের ঘোড়ায় চরে চলে
যেতে পারেন চুপিসারে । 
২৪ শে মে, ২০১৬ রাত ১২:৫০
রিপি বলেছেন: এতো সুন্দর কমেন্টে কি আর কিছু বলা চলে।
অচীনপুর সত্যিই আছে
মহিশুরের বৃন্দাবন গার্ডনে।
পথ চিনিয়ে দিতে পারি
নীচের ঘোড়ায় চরে চলে
যেতে পারেন চুপিসারে ।
তাই !! তাহলে একদিন সত্যি ঘোড়ায় চড়ে চুপিসারে চলে যাবো। ![]()
৪৮|
১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:২০
সজিব। বলেছেন: এইতো বেশ আছি
২৪ শে মে, ২০১৬ রাত ১২:৪৭
রিপি বলেছেন: শুনে বেশ ভালো লাগলো। ![]()
৪৯|
১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২৪ শে মে, ২০১৬ রাত ১২:৪৬
রিপি বলেছেন: ধন্যবাদ আপু। ![]()
৫০|
২০ শে মে, ২০১৬ সকাল ১০:৪২
সামু পাগলা০০৭ বলেছেন: ইস কি রোমান্টিক! আমারও কেন যানি রোমান্টিক কিছু লিখতে ইচ্ছে করছে এটা পড়ে। কিন্তু চাইলেই কি আর পারা যায়!
তুমি লাকি যে এভাবে লিখতে পারো।
একরাশ শুভেচ্ছা।
২৪ শে মে, ২০১৬ রাত ১২:৫৩
রিপি বলেছেন: ইস এত চমৎকার একটা কমেন্ট পড়ে আমি তো তব্দা হয়ে গেলাম পাগলি বইন। হা হা।
তুমি যে কত সুন্দর করে গল্প গুলো লিখো সেটা পড়ে আমিও ভাবি কিভাবে এমন করে লিখতে পারো। তোমাকেও অনেক শুভেচ্ছা। ![]()
৫১|
২০ শে মে, ২০১৬ রাত ৮:১৬
আরকিস মল্লিক বলেছেন: একাকীত্বের অভিশাপ! ![]()
২৪ শে মে, ২০১৬ রাত ১২:৪৫
রিপি বলেছেন: একাকীত্ব অভিশাপ না একাকীত্ব একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। ![]()
৫২|
২৩ শে মে, ২০১৬ দুপুর ২:৩১
ভবোঘুরে বাউল বলেছেন: সাথে নিলে তো অবশ্যই যাবো! ![]()
কারন আমিও জানি সেখানে পাপ নেই, হারাবার ভয় নেই, শুধু আছে সীমাহীন সুখের আবেশ
আমি আবারো বলছি যাবো সেখানে!
![]()
২৪ শে মে, ২০১৬ রাত ১২:৪৩
রিপি বলেছেন: ওকে মনে থাকলো। ![]()
৫৩|
২৪ শে মে, ২০১৬ রাত ১:০৫
গেম চেঞ্জার বলেছেন: আহাঃ দারুণ!! প্রাণবন্ত!!!
মনে সুখ থাকলে এইরকম লেখা ব্যাপার না।
২৪ শে মে, ২০১৬ রাত ১:১৪
রিপি বলেছেন: হুম ভালো বলেছেন ভাইয়া। আমার মনে আসলে অনেক সুখ তাই এতো সুখময় কবিতা কলম দিয়ে বের হয়েছে। হাহা। অনেক ধন্যবাদ ভাইয়া। ![]()
৫৪|
২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৪০
ভবোঘুরে বাউল বলেছেন: শুধু মনে রাখলে কিন্তু হবেনা। সাথে নিতেই হবে!
অপেক্ষমাণ আমি!!!!!!!!!! ![]()
২৫ শে মে, ২০১৬ রাত ১:২২
রিপি বলেছেন: ঐ রকম জায়গায় কখনো যেতে পারবো কি না সেটা তো নিজেই জানিনা।
তবে হ্যাঁ ওরকম কোন জায়গার সন্ধান পেলে সাথে অবশ্যই যাবেন। ![]()
৫৫|
২৫ শে মে, ২০১৬ ভোর ৫:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৬ শে মে, ২০১৬ রাত ১০:১০
রিপি বলেছেন: ধন্যবাদ অনেক।
৫৬|
২৫ শে মে, ২০১৬ সকাল ১০:০২
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: এই যাবি তুই আমার সাথে?
অচীনপুরে ?
আমি যেতে চাই..............
২৬ শে মে, ২০১৬ রাত ১০:১৭
রিপি বলেছেন: অচীনপুরের সন্ধান পেলে খবর দিয়েন। সবাই মিলে না হয় একসাথেই যাব। ![]()
৫৭|
২৫ শে মে, ২০১৬ রাত ১১:৪৬
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: আমি যাব
অসীম সীমায়
গন্ধব ফল খাব
২৬ শে মে, ২০১৬ রাত ১০:১৫
রিপি বলেছেন: গন্ধব ফল খেলেতো আবার পৃথিবীতেই রিটার্ন আসবেন। তাহলে যাবার আর কি দরকার। পৃথিবীতেই থাকেন। ![]()
৫৮|
২৬ শে মে, ২০১৬ ভোর ৬:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
২৬ শে মে, ২০১৬ রাত ১০:০৯
রিপি বলেছেন: আবার ও
একটা ধন্যবাদ দিলাম।
৫৯|
২৬ শে মে, ২০১৬ দুপুর ২:০৬
ইশতিয়াক ফাহাদ বলেছেন: রোমান্টিক বটে
২৬ শে মে, ২০১৬ রাত ১০:১১
রিপি বলেছেন: হুম সুখ আর সুখ। ধন্যবাদ।
৬০|
৩১ শে মে, ২০১৬ রাত ১০:৪২
কালনী নদী বলেছেন: সেখানেতে নদীর পাড়ে অনেক আশা
বাধঁবো সেথায় দূজন মিলে ছোট্ট বাসা।
দূজন সেথায় কাজের ফাকেঁ
নদীর বাকেঁ-
বসবো পাশে নরম ঘাসে।
আলতো করে হাতটা ধরে বলবো তোরে
থাকবি তো তু্ই এমনি করে আমার হয়ে?
আবার আমায় শূন্য করে যাবিনা বল আর দূরে?
সত্যি বোন আপনি অসাধারণ+++
০২ রা জুন, ২০১৬ রাত ১১:০১
রিপি বলেছেন: আবারো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো অনেক।
৬১|
০১ লা জুন, ২০১৬ রাত ৩:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: তিন মাস হল গত নতুন আর একখান ছাড়ুইন নাইলে কিন্তু টাসকি খাইতেই থাকবাইন , লিখার হাত তো চমৎকার থামায়ে রাখছুইন কেরে ।
০২ রা জুন, ২০১৬ রাত ১১:০৫
রিপি বলেছেন: নতুন তো ছেড়েছি ভ্রাতা পড়েন নাই !!!
আপনার প্রোপিক জটিল হয়েছে। দার্শনিক টাইপের একটা ভাব আছে।
অনেক অনেক শুভেচ্ছা জানবেন। ![]()
৬২|
০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:০২
মধ্য রাতের আগন্তক বলেছেন: ঠিক তুই মাস পর লগ ইন করলাম
এবং আপনার কবিতাটিও পড়ে ফেললাম। এই সময়ের মধ্যে আপনি যে এতটা জনপ্রিয় হয়ে গেছেন, দেখে ভালো লাগছে । ![]()
০২ রা জুন, ২০১৬ রাত ১১:১০
রিপি বলেছেন: আমার কি দেখে বুঝে গেলেন যে আমি জনপ্রিয় হয়ে গেছে ভাইয়া !!!! মাত্র কয়েকটা হিবিজিবি কবিতাই লিখেছি। হা হা। যেগুলো খুবই নিম্ন মানের।
যাইহোক অনেকদিন পরে আপনাকে দেখে ভালো লাগছে। অনেক শুভেচ্ছা জানবেন। ![]()
৬৩|
০২ রা জুন, ২০১৬ রাত ১১:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: দার্শনিকের মত দেখার আগেই মাথা গেছে আওলাইয়া " স্বপ্ন, শব্দ, ভাঙন " এইটা যে ২৭ তারিখ দেইখ্যা গেলাম বুবুজান এইটা কারোরই খেয়ালে নেই । শোধবুদ ।
ভাল খাকুন শুভ কামনা থাকল ।
০৯ ই জুন, ২০১৬ রাত ১১:৪২
রিপি বলেছেন: মাথায় বেশী প্রেসার নিয়ে ঘুরলে এমুনি হয়। দেইখা গেছেন। পড়েন নাই থিক মতো তাই এই অবস্থা। ![]()
৬৪|
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৭
ডঃ এম এ আলী বলেছেন: এখনো রয়ে গেল এ রকম সে জন্যইতো সেরকম না গল্প না কবিতা লিখা ।
০৯ ই জুন, ২০১৬ রাত ১১:৩৭
রিপি বলেছেন: ও আচ্ছা আচ্ছা তাহলে কাহিনী এটাই ছিল !! ![]()
৬৫|
০৯ ই জুন, ২০১৬ রাত ১১:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: মাথার বেরেন তো খুব পরিস্কার তারাতারি বুঝে ফেলছেন । ধন্যবাদ
৩০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:১২
রিপি বলেছেন: হা হা ![]()
৬৬|
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
আমি দুঃখিত। কবিতাটি ভাল হলেও তার মাঝে প্রবল রবীন্দ্র সংগীতের প্রভাব দেখছি। সৃজনশীল ব্যতিক্রমধর্মী নয়। তবে একথা সত্য যে এমন করে কবিতা লেখাও কঠিন।
৩০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:১৪
রিপি বলেছেন: রবীন্দ্র সংগীত শুনতে শুনতেই এই অবস্থা হয়েছে মনে হয়। ![]()
৬৭|
০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪
আমি তুমি আমরা বলেছেন:
সাঝেঁর বেলায় জোৎস্নানীলে
দূজন মিলে
চন্দ্রজলে অচীনসুরে,
বাধঁবো আবার স্বপ্নকথায় নতুন আশা
তুই, আমি, আর আমাদের সেই ভালবাসা।
ভাল লাগল ![]()
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ২:১০
রিপি বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৫
রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ! সকাল সকাল দারুণ স্বপ্নকথা উপহার দিলেন। ধন্যবাদ