যখন থেকে সামহয়ারইন-এ পরিবর্তন এসেছে তখন থেকেই এখানে বিভিন্ন ধরনের গুঞ্জন শুনা যাচ্ছে। যেমন:
১। কেউ বলছে আমার ড্রাফ্ট গুলো পোষ্ট আকারে প্রকাশ পেয়েছে।
২। কেউ বলছে আমার সব ড্রাফ্ট এলোমেলো হয়ে গেছে।
৩। কেউ বলছে আমি কিছুই লিখতে পারছি না।
৪। আবার কেউ বলছে আমার এতোগুলো হিট ছিলো
আমি এখানে হিট বাড়ানোর কতোগুলো সহজ উপায় বলে দিচ্ছি।
১। আপনি কিছু অদ্ভুত শিরোনাম দিয়ে লিখা পোষ্ট করতে পারেন।
২। কিছু বিতর্কিত লিখা পোষ্ট করুন।
৩। কিছু জনপ্রিয় বিষয় নিয়ে পোষ্ট করুন।
৪। আমার এই পোষ্ট এর মতো আরেকটা পোষ্ট করতে পারেন।

৫। একটাও কাজ না করলে সারাদিন নিজের প্রফাইল রিফ্রেশ করতে থাকুন। অথবা নিজের পোষ্ট গুলো বারবার পড়তে থাকুন এবং কমেন্টস করতে থাকুন।
হিট বাড়ার ১০০% গ্যারান্টি। কিন্তু কতটুকু বাড়বে তা বলতে পারবো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



