নাফিস ইফতেখার, সামু'র বিখ্যাত ব্লগার। উনি উনার এক পোষ্টের কমেন্টে বলেছিলেন, হিট এবং কমেন্ট পাওয়া একটি ব্লগীয় রোগ। ব্যাক্তিগত ভাবে আমারও তাই মনে হয়। বেশীরভাগ ব্লগার রাই চান তাদের পোষ্টে হিট পড়ুক এবং তাদের পোষ্টে দলে দলে কমেন্ট করুক। এর মধ্যে আবার ব্যাতিক্রম আছে। কোন কোন ব্লগার আছেন যারা কোয়ালিটি পোস্টে বিশ্বাসী, আবার কোন কোন ব্লগার আছেন যারা কোয়ান্টিটিতে বিশ্বাসী। বেশি পোষ্ট মানেই বেশি হিট। কোয়ালিটি ব্লগার রা আবার অনেক দিন খেটে খুটে একটা পোষ্ট লিখেন। তার আগে ফেবুতে ছোট ছোট স্ট্যাটাস দিয়ে পাঠকদের মাঝে এক ধরণের উত্তেজনা সৃষ্টি করাও হিটাকাঙ্খার ই বহিঃপ্রকাশ। যে যেভাবে ইচ্ছা করুক আমি আর সে আলোচনা তে যাচ্ছিনা। আসলে সচেতন/অবচেতন মনে আমরা সবাই হিট সীকার। কোয়ালিটি পোষ্ট কিভাবে দিতে হয় তা আমার মতো ক্ষুদ্র ব্লগারের মাথায় নাই কিন্তু হিট পোষ্ট দেয়ার ব্যাপারে কিছু জিনিস আমার মাথায় ঘোরঘোর করতেছেঃ
*সামুর বড় বড় রুই-কাতলা মার্কা ব্লগারদের শিরোনাম করে কিছু লিখুন-(তাদের জন্মদিন, কারো বাচ্চা হলে, বিয়ে করলে অথবা কোন ডিগ্রী অর্জন করলে অথবা তাদের পোষ্টের কোন সবল/দুর্বল দিক নিয়ে লেখুন)। পোষ্ট হিট হইতে বাধ্য থাকিবে।
* প্রচুর মুভি রিভিউ দিতে পারেন। কষ্ট কম। হিট বেশি। (মুভি না দেখেও মুভি রিভিউ দিতে পারেন আইডিএম অথবা উইকির সাহায্য নিয়ে)
* চামড়া অতিশয় মোটা থাকিলে আপনার মনে লুকিয়ে থাকা ভারত অথবা পাকিস্তান প্রীতি নিয়া কোন পোষ্ট করতে পারেন। মন্তব্য যেমন তেমন আপনি পুরাই হিট।
*বিডি নিউজের গ্লিটজ এ নজর রাখতে পারেন। ওখানে বলিউডের সব তাজা খবর পাবেন। যেমন ধরেন আজকে আসছে "বিপাশার চেয়ে বেশি সেক্সি সানি লিওন" এই জাতীয় পোষ্ট কপি পেষ্ট করতে পারেন।
* আপনার যেকোন পোষ্টে ১৮+ ট্যাগ দিয়ে দিতে পারেন। পোষ্ট হিট।
* যেকোন স্টিকি পোষ্টের বিপক্ষে একখান পোষ্ট দাঁড় করায়া দেন। আশা করি হিট পাবেন।
* আপনি যদি ফটোশপের কাজ কারবার জানেন তাইলে অবশ্যই ফেবু স্ক্রীনশট বানায় পোষ্ট করবেন বড় বড় ব্লগারদের নামে। দেখবেন ব্লগার রা কেমন খায়।
* নিজের একটা কেবলা মার্কা ছবি ব্লগে দিয়ে ক্যাপশন দিয়ে দিতে পারেনঃ স্যা সামথিং এ্যাবাউট দিস ফটো, ইটস মি
* লুলীয় ধারা'র যেকোন লেখা হিট হইতে বাধ্য। কারণ আমরা লুল ফেলতে ভালবাসি।
কিছু ক্লুঃ(শিরোনামের জন্য প্রযোজ্য)
১। কৌশিক আপনাকে ভাল করেই চিনি
২। নাফিস ইফতেখার আপনাকে বলছি
৩। জাতির নানাকে সাবধান করে দিতে চাই
৪। আমার পছন্দের ব্লগীয় লুলেরা
৫। ডজন সিনেমা নিয়েও বেকার সাহারা
৬। বিপাশার চেয়েও আবেদনময়ী সানি লিওন
৭। শাহরুখ-ক্যাটরিনার লন্ডনী রোমান্স
৮। বাংলাদেশ- ভারতের দয়ায় স্বাধীনতা পাওয়া এক দেশ (যাদের বাংলাদেশপ্রীতি বিষয়ক এলার্জী আছে তারা ঢুকবেন না)
৯। ভারতের পা চাটার চেয়ে পাকিস্তান ই মনে হয় ভাল ছিলঃ কি বলেন আপনারা?
১০।এয়ার কন্ডিশনের রিমোট ব্যবহারের নিয়ক কানুন জানুন এই পোষ্টে
১১। মোবাইলে মেসেজ দেয়ার সিস্টেম (নিয়মিত আপডেট হবে)
১২। মডুরে গালাগালি কইরা যে কোন পোষ্ট (হিট পাবেন ঠিকি তবে এটাই হয়তো শেষ পোষ্ট হইতে পারে আপনার)
১৩। বিশ্বের সেরা ১৮+ জোকস (১ম ৫০) -এরপর চলতে থাকবে
১৪। সমসাময়িক বিষয়ে ব্লগার সেন্টিমেন্টের বিপরীতে যেকোন পোষ্টঃ যেমনঃ সাগর রুনি হত্যাকান্ডের মূল হোতা পরকীয়া-দেশটা উচ্ছন্নে গেল
১৫। আমার লেসবিয়ান অভিজ্ঞতা (সমকামিতা'র টা ব্যাপক মার্কেট পাইছিল।
আরো অনেক গুলো আসছে মাথায়। কিন্তু সময় স্বল্পতার কারণে পারছিনা। তবে পোষ্ট হিট করানোর জন্য শুধু পোষ্ট না অপটিমাইজেশনের দিকেও লক্ষ্য রাখুন। ফেবুতে এবং অন্যান্য ব্লগারদের ব্লগেও লিংক দিয়ে দিন। যেকোন ব্লগারের পোষ্টে প্রথম কমেন্ট করার চেষ্টা করুন যখন আপনার পোষ্টটি ১ম পাতায় থাকবে এবং কমেন্ট করবেন পজিটিভলি।
ভাই/বোনেরা আর পারতেছিনা। হ্যাপি ব্লগিং। এখানে কারো নাম অনুমতি নিয়ে প্রকাশ করা হয়নি । এজন্য আন্তরিক ভাবে দুঃখিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



