প্রতিযোগীতা সবজায়গায় এমনকি সামুতেও। আমার মতো আরো অনেক ব্লগার আছেন যারা চেষ্টায় আছেন, কিভাবে একজন টপ ব্লগার হওয়া যায়। সামুতে হিট হওয়ার কিছু লাইন আছে। এই লাইন ধইরা আগায় গেলেই হিট। লাইন গুলা সম্পর্কে একটু আলুচুনা করা যাউক?
১) আমার প্রিয় কিছু ব্লগার : এই ধরনের পোষ্টে পোষ্টার (লেখক) তার প্রিয় কিছু ব্লগার সম্পর্কে গিয়ানি গিয়ানি কিছু আলুচুনা করেন। যেমন: উনি অত্যন্ত গিয়নি একজন ব্লগার, উনার লেখা আমার খুউউউব পছন্দ। এই এই বিষয়ের উপর উনি এই এই কথা লিখেছেন। উনি আমার অতি প্রিয় ব্লগারদের একজন।
২) রান্না পোষ্ট: এই ধরনের পোস্ট খুব হিট না হলেও কখনই ফ্লপ হয়না। খুব টেষ্টি একটা খাবারের ছবি দিয়ে (সেটা আদৌ তার করা রান্না কিনা, তাতে যথেষ্ট সন্দেহ আছে), তার রেসিপি, কিভাবে রাধতে হয় ইত্যাদি ইত্যাদি।
৩) লিরিক্স পোষ্ট: এটাও অনেকটা রান্নার পোষ্টের মতো। পোস্ট খুব হিট না হলেও কখনই ফ্লপ হয়না। কোন গানের লিরিকস্ দিয়ে, সেই গানের একটা লিংক দিয়ে দিলেই হলো। আমি এই ধরনের পোষ্ট দিয়ে হিট হইবার চেষ্ট করছি, কিন্তু.............
৪) নিরাপদ পোষ্ট: এইটা এই সময়ের সবচেয়ে জনপ্রিয় পোষ্ট। সকালে কি খাইলাম, দুপুরে কেমনে ঘুমাইলাম, বাথরুমে কেমনে ফ্লাস করলাম ইত্যাদি এই পোষ্টে মূল বিষয়। গ্যারান্টি দিলাম, এই ধরনের পোস্ট দেন..............হিট ই হিট এবং ১০০% নিরাপদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




