দ্্বীপটিকে পাচঁভাগে ভাগ করা যেতে পারে । দ্্বীপের 2য়ভাগে এলিফ রিচার্ড পরিবারের বসবাস । পরিবার বলতে মিলান এর স্ত্রী রুয়ানা ও তাদের দুই ছেলে(এভিন ওরিকার্ড) ও একটি 1বছরের শিশু(রিয়ানা) । তাদের বাড়িটি কিছুটা বাংলো টাইপের অথার্ত আশেপাশে ঘনবসতি নেই । তবে তাদের বাড়িতে এসে যে ছোট রাস্তাটি মিশেছে, সেটি পাকাঁ , নতুন করা হয়েছে । তাদের আত্নয়ীদের মধ্যে দূর সম্পর্কের খালার নাতনীর ছোটছেলে এই দ্্বীপে পুলিশসের(শেরিফ) চাকরি নিয়েছে । নাম তার নেইল হরপুস লিবার । পুরো দ্্বীপের মধ্যে মাত্র একজন শেরিফ ! তবে সহকারী কর্মকর্তা আছে । দ্্বীপটির দক্ষিণ দিকে যাওয়া নিষেধ জায়গাটি দ্্বীপের 2য় বিভাগের কাছেই পড়েছে, অনেকটা পুরো 3য় বিভাগ জুড়ে । দ্্বীপে যা যা দরকার সবই আছে । মিষ্টি পানি(সাধারণ পানি) থেকে শুরু করে সর্বাধুনিক জিনিসপত্র পর্যন্ত। কিন্তু দ্্বীপে কোন ধরনের অট্টালিকা(বড় দালান) নেই । দ্্বীপ ভূ-তাত্তি্বক পর্যবেক্ষণে এই দ্্বীপকে সরাসরি জঙ্গল বলে আখ্যায়িত করা যায় তবে এর কিছু মনোরম দৃশ্য একে আরও একটি রূপে প্রকাশিত করে । দ্্বীপটি মেঘলা দিনে বেশী ফুটেঁ উঠে ।
এমনই একটি দিনে....
এমনই একটি দিনে মিলান এর ছোট ছেলে রিকার্ড , তাদের বাংলো থেকে কিছু দূরে একটি জলাশয় আকৃতির পুকুরে গোছল করতে যায় । এইবারই প্রথম সাথে বড় ভাই এর আসার কথা ছিল কিন্তু সে ঘর গুছানোতে ব্যস্ত । রিকার্ড এর মাঝে মাঝে ভয় করে, এক হল অচেনা পরিবেশ দ্্বিতীয়ত মানুষ জন তেমন নেই । তাদের তাসমানিয়াতে তেমন কোন হই হল্লাও হত না, তবে নীরবতা প্রায়ই ভঙ্গ হত ।পুকুরের জল অনেক ঠান্ডা, বলতে গেলে বরফের কাছাকাছি । তবে ওর কাছে ভালই লাগছে । কাপড়-চোপড় খুলে সাথে সাথে নেমে গেল পুকুরে । সাতরাঁতে সে তেমন উস্তাদও নয়, তবে তেমন খারাপও নয় । পুকুরের পাড়গুলি মনে হয় কোন এক সময় বাধানোঁ ছিল । কিন্তু যত্নের অভাবে প্রাকৃতিক রূপ নেয় । তবে এখন আর কৃত্তিম না বলে প্রাকৃতিক রূপ বলাই শ্রেয় । পুকুরের তলায় কাদাঁ কম সেইসাথে গভীরতাও কম, তবে রিকার্ড এর জন্য গভীর । তার জানা মতে এই এলাকায় কোন ধরনের স্বাদু পানির কুমীর নেই কিন্তু পানিতে নামার আগে হঠাৎ করে পানির ঢেউ একটু হলেও তাকে ঘাবড়ে দিয়েছে । তার মনে ভূমিকম্পের ব্যাপারটা ঘুরপাক খাচ্ছিল কারণ তার স্কুলে সে ভূমিকম্প নিয়ে পড়েছে সুতরাং এই ব্যাপারে অল্প স্বল্প ধারণা আছে । কিন্তু তবুও এক অজানা আকষর্ণে অনেকটা সাহস করেই পুকুরে নামল । পুকুরের পানি অনেকটা স্বচ্ছ । মাঝ পুকুরেই হঠাৎ করে....
চলবে....
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



