কাঠুরিয়া
কষ্টের কুড়ালে গেঁথেছো সম্ভ্রান্ত ঘ্রাণ
ভাঙচুরের ইতিহাস ছেড়ে ধুলোর সংসারে
হঠাৎ হাওয়ায় উড়িয়েছো শনিবারের অঘাত ঘুম।
পুকুরঘাট ছুঁয়ে বেঁচে আছে বিবাগীবৃক্ষ, হতভাগ্য স্মৃতি আঁকড়ে
আমাদেরকে শোনায় পরাজয়ের নির্মম সঙ্গীত
তবু তার ডালে ঝুলে আছে কঙ্কাবতি মেঘ, সুদীর্ঘ কান্না ... বাকিটুকু পড়ুন

