পুনর্মিলনী
আমরা যখন একত্র হই, ভাঙা টুকরো টুকরো সময়কে জোড়া দেয়ার জন্য মরিয়া হয়ে উঠি। প্রবীণদের মতো ঝাঁপিয়ে পড়ি পুরনো সময়ের রোদ লাগা পুকুরে। ডুবোতে থাকি বারবার; কাদার ভেতর হাতড়ে বেড়াই সোনালী পেটের বয়স্ক কই। কখনও বা পেয়ে যাই তাগড়া শিং, চেঁচিয়ে পাড়া মাত করে ফেলি; লোকজন ভাবে, পেয়ে গেছি বিশাল... বাকিটুকু পড়ুন

