টাইটানিকে
টাইটানিক ডুবছে, চারিদিকে হুড়োহুড়ি, কেউ "বাঁচাও, বাঁচাও" বলে চিৎকার করছে, কেউবা স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, আবার কেউ বাঁচার অবলম্বনের খোঁজে দৌঁড়-ঝাঁপে আর ছোটা-ছুটিতে ব্যাস্ত। এমন বিপদসঙ্কুল মুহূর্তে এক ইতালীয় ভদ্রলোক তার পাশেই নির্বিকার দাঁড়ানো সর্দারজির কাছে একটু তথ্য চেয়ে সহায়তা প্রার্থনা করলেন।
: এখান থেকে ভূমি কতো দূরে?
: দুই মাইল
: মাত্র দুই মাইল, তাহলে গাধাগুলো এমন চিল্লাচ্ছে ক্যান? আমার তো এর থেকে অনেক বেশি সাঁতারের অভিজ্ঞতা আছে।
ভদ্রলোক আর বেশি অপেক্ষা করাটাকে কোনোমতেই সমীচীন মনে করলেন না। ঝাঁপ দিলেন অন্ধকার দরিয়ায়।
একটু পরেই জাহাজের কাছটাতে এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা সর্দারজি, বলুনতো কোনদিকে দুইমাইল?
সর্দারজি অবলীলায় বলে দিলো, নিচের দিকে।
-----------------
ক্লিনিকে
ক্লিনিকের ওয়েটিং রুমে দুই সর্দার বসে আছেন। একজন আর্তনাদ করে করে পুরো ক্লিনিক একাকার করে ফেলছেন। রহস্য উদ্ঘাটনের জন্য দ্বিতীয় সর্দার জিজ্ঞেস করলেন,
: সর্দার আপনি কাঁদছেন কেনো?
: আমি এখানে রক্ত পরিক্ষার জন্য এসেছিলাম।
: তো, আপনি কী ভয় পেয়েছেন?
: না তা নয়, রক্ত পরিক্ষার সময় ওরা আমার আঙ্গুল কেটে দিলো তো, এজন্য।
এ কথা শুনে দ্বিতীয় সর্দার ভীষণ মুষড়ে পড়লেন, তিনি আরও ভয়ংকরভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন। প্রথম সর্দার ভ্যাবাচ্যাকা খেয়ে বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন,
: আপনি হঠাৎ কাঁদছেন কেনো?
: আরে বোকা আমি যে আমার প্রস্রাব পরীক্ষা করাতে এসেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





