somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সচকিত সচলায়তন

আমার পরিসংখ্যান

খালিদ ইবনে মাহবুব
quote icon
আমি সাধারন, কিন্তু ব্যতিক্রম।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

এক্সটেনশন লাইফ

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫২

অক্টোবর ৯,
সাধারন আর আট দশ টা দিনের মতই,
ব্যতিক্রম কিছু নয়।

সেদিনের সকালটা অন্ধকার ছিল না,
আকাশে কাল মেঘ ও ছিল না,
তবু কিভাবে যেন, মেঘহীন বিকেলের আলো,
প্রলয়ংকারী ঝড়ে বদলাল।

গন্তব্য পানে ছুটেছি সেদিন দুরন্ত গতিতে,
কোন তাড়া ছিল না সম্মুখে,
ভাবনায় ছিল না কোন দুঃচিন্তার রেখা,
অযাচিত বাস্তব তবু দেখা দিল দুর্ঘটনা রুপে।

যান্ত্রিক দ্বি-চক্রযান পিছলায়,
সঙ্গে পিছলায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

হয়ত থাকব না আমি

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৫

হয়ত থাকব না আমি
দিগন্তজোড়া মাঠ,
সবুজে আবৃত চারপাশ,
কচি ঘাসের ডগায় শিশির কণার বিকিরণ,
ভেবে নিও ওটাই আমি,
তোমার অব্যক্ত অনুভুতির বিচ্ছুরণ।

হয়ত থাকব না আমি,
তোমার লাল পাড়ের শাড়িতে,
হেমন্তের মৃদু উষ্ণতায়,
তোমার এলোমেলো চুলে,
হালকা হাওয়ার দোলাচলে,
তীব্র প্রকম্পন,
বুঝে নিও ওটাই আমি,
তোমার অস্তিত্বের অনুরণ।

হয়ত থাকব না আমি,
শুভ্র মেঘগুলো দুঃখ ভারাক্রান্ত হয়ে,
যখন বইবে শ্রাবণ ধারায়,
তুমি জানালায় হাত বাড়িয়ে তখন,
আলতো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

গন্তব্য

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৭

এলোমেলো চিন্তাগুলো মনের উঠোনে কড়া নাড়ে,
একফালি চাঁদ হয়ে ক্ষীণ আশা জেগে থাকে,
অতি সন্তর্পনে সুখগুলো খুঁজি,
ধরা দেয় কখনো, কখনও বা অভিমান করে।

আমি তবু ছুটে বেড়াই,
দিগ্বিদিগ জ্ঞান শুন্য হয়ে,
বিরামহীন অজানার পানে চেনা পথ ভেবে এগোই,
যত দূর চোখ যায় তার চেয়েও দূরে।

আমি ভাবনার সীমা ছাড়িয়ে যাই,
ছড়িয়ে দেই আলো কল্পনার,
বাস্তবতার লেশ নেই জেনেও থামি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

নদী

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৪

গর্জনে যে চলার সূচনা,
কুলুকুলু ধ্বনিতে বহমান,
আকাবাকা পথ তার অচেনা,
চলার শক্তি যেন তার অফুরান।

কত ভাঙ্গে পাড়,
কত হাহাকার,
মিশে যায় জলে,

প্রমত্তা যৌবন ধায়,
দু’কূলে জোয়ার উছলায়,
আর্তনাদ মিশে যায় স্রোতের অতলে।

অবিরাম ছুটে চলা,
সময় সংকটে,
শোনে না কত কথা না বলা,
জানে না গন্তব্য কত সন্নিকটে।

সে ফেরে না পিছু,
ভাবে না কিছু,
চলে অমোঘ নিয়মে,

মায়াবী টান,
ভোলায় ব্যবধান,
দুরত্ব দেয় কমে।

অজানার শেষে,
মোহনায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

স্বপ্ন

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৫

নিষ্পলক চাহনি,
উদাস বদন,
নীলাকাশ পানে চাহি,
স্থির দু’টি নয়ন।

যেন পরাজিত সৈনিক,
সমর শেষে ক্লান্ত, পরিশ্রান্ত,
তবু আঁখিপাতে নিদ নাহি,
স্বপ্ন দেখে অবিরাম, অফুরন্ত।

মেঘ যাবে কেটে, আধার যাবে টুটে,
উঠবে ঝলমলে রোদ,
খরস্রোতা জীবন, সময়ের পাড় ভেঙ্গে,
এগোবে নিশ্চয়ই,
হবে সব ঋণ শোধ।

স্বপ্নেরা ডানা মেলে,
উড়ে চারিদিকে,
কখনও উজ্জ্বল, কখনও বর্নহীন,
কখনও বা ফিকে।

স্বপ্ন যোগায় প্রনোদনা,
স্বপ্ন ভোলায় অনুশোচনা,
স্বপ্নে চলাচল,
স্বপ্নে হাসি, স্বপ্নে বাঁচি,
খুজি জীবনের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

একা

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৭

ভোরের সূর্যের আভায়,
উদ্বেলিত সূচনায়,
আলোকিত চারপাশ,

দূর শালিকের ডাক,
ক্লান্ত পথিকের হাক,
নির্লিপ্ত অবকাশ।

নিবদ্ধ দৃষ্টি জোড়া,
নিঃসীম, অপার মায়া ভরা।

তপ্ত বালুকায়,
উত্তাপ যত ছড়ায়,
রৌদ্ররাশি ছোয় মধ্যগগন,

কত হৈচৈ, মাখামাখি,
কোকিলের ডাক, সুরের আকাআকি,
কত আশা, ভালবাসা, স্বপ্নবুনন।

শান্ত, বিকেল স্নিগ্ধতায় মিশে,
বাউলের গানে,
জীবনের আহ্বানে,
প্রলম্বিত কামনা,

অগোছালো মেঘ,
নিয়ন্রনহীন আবেগ,
দূর নিলীমায় আনমনা,
ঝাপসা চোখ ডুবে যায় না মেলার হিসেব নিকেশে।

আলো যত কমে,
অন্ধকার তত নামে,
আশা নিরাশার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

অভিমানী

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

নক্ষত্র খচিত রাত,

জোসনা ছড়ানো চাঁদ,

সাগরের ফেনিল জল,

স্নিগ্ধ ঝরনার ধ্বনি, ছলছল।



সবই ফিকে হয়ে যায়,

উদ্বেলিত ধরনী জৌলুস হারায়, ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

আবোল তাবোল কথা

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ১৫ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

আজ বিষন্ন, হতাশ এ মন,

নিঃস্তব্ধ, একাকী জীবন,

আছে যত মোর আত্মীয় স্বজন,

আমি ভাবি, তারা সবাই আপন,

কিন্তু ভুলেও ওরা ভাবে না এমন।



আর প্রিয়তমা? ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

প্রেমানুকাব্য

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ১৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৮:২৬

ভালবাসার অন্তহীন এই দিনে,

আমার হৃদয়ের গহীনে,

শধু একটাই উচ্চারন,

যার মনকে করেছি আলিঙ্গন,

সেই আমার বুকের স্পন্দন,

এ জগতে যার, নেই কোন উপমা,

সে আর কেউ নয়, আমার প্রিয়তমা, ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

আমি এবং ভালবাসা

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৫

আমি যেন বুকে হিরোশিমা নিয়ে,

স্বপ্ন সাজিয়ে যাই,

নাগাসাকি সম কপাল লুকিয়ে,

সুখপাখি খুঁজে বেড়াই।





আশার ঘরে আজ বসত গড়েছে, ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

প্রকৃত স্বাদ

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ১৪ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:০১

তোমার স্পর্শে সতেজতা আসে চিত্তে,

মেতে উঠি কোলাহলে আর উদ্দাম-উল্লাস নৃত্যে,

ভালবাসা ছাড়া যেন এ পৃথিবীর সবকিছু মিথ্যে।



তোমার সান্নিধ্যে আমি সদা উজ্জ্বল,

হাসি, আনন্দ সুখ ধরা দেয় অনর্গল,

প্রিয়তমা, তোমার ভালবাসা এতটাই নির্মল। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

দুঃখবিলাসী ভালোবাসা

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৫

অন্তিম পর্ব



সেদিন ও বৃষ্টি পড়ছিল অঝোর ধারায়। সকাল সাড়ে দশ টা কি এগারো টা হবে। এমন সময় রুপমের কলীগ সাদিক সাহেবের ফোন।

- ভাবী একটা খারাপ সংবাদ আছে। আপনাকে একটু ঢাকা মেডিকেলে আসতে হবে এক্ষুনি।

তারপর যা শুনলো তার জন্য মেহজাবিন মোটেই প্রস্তুত ছিল না। নিস্তব্ধ, নিথর হয়ে গেল হয়ে সে। শুধু... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

এর নাম-ই কি জীবন?

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৭

দিন কি বা রাত, মাঝে মাঝে লাগে ভ্রম,

ব্যস্ত থাকাটাই যেন এখন নিয়ম,

নিরন্তর এই যে ছুটে চলা প্রাণপন,

এর নাম-ই কি জীবন?



অজস্র চিন্তার ভার,

বেশি কিছু নেই চাওয়া-পাওয়ার, ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

যদি কখনও হারিয়ে যাই

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ৯:৩৬

যদি কখনও হারিয়ে যাই, কোন অজানায়,

তুমি উদাস নয়নে,

বিরহী মনে,

খুঁজো না আমায়।



যদি কখনও মিলিয়ে যাই, দূর নিলীমায়,

তুমি আমার পথপানে চেয়ে, ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৮৬২ বার পঠিত     like!

দুঃখবিলাসী ভালোবাসা

লিখেছেন খালিদ ইবনে মাহবুব, ০২ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৮

পর্ব-২



রুপমের কাছে জীবনের তাৎপর্যটা একটু অন্যরকম। ওর ধারনা, দুঃখই হচ্ছে মানুষের সবচেয়ে আদিম ও মৌলিক অনুভুতি। পৃথিবীতে বসবাসের সূচনালগ্ন থেকেই এর সাথে মানুষের পরিচয়। সুখ ক্ষনস্থায়ী, দুঃখ সুদূরপ্রসারী। তাইতো সুখের স্মৃতি কখনও মলিন হয়ে গেলেও দুঃখের দিনগুলো মনের মনিকোঠায় ধ্রুবতারার মতো ভাস্বর হয়ে রয়। আর মানুষের এ দুঃখ প্রকাশের অন্যতম... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৯২৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ